rss

শুক্রবার, ২৭ জুলাই, ২০০৭

তবে কি তুমি আসছো

দখিনা হাওয়া এসে উড়িয়ে নেয় জমে
থাকা ঘরের ধূলো; এক পশলা চকিত
বৃষ্টি ধুয়ে দেয় মায়াবী উঠোন; জানালার
ফাঁকে রোদ্র হানা দেয়, চলে যায় গুমোট
আঁধার; বহুদিনের নির্জীব হাস্নাহেনার ডাল
চিরে উঁকি দেয় কচি ডগা, বিকেল না গড়াতেই
উথাল পাথাল ঘ্রাণ; গতকাল চাঁদ ছিলো কি
আকাশে, জানা নেই; আজ আঁধার না ঘনাতেই
কি অবাক জোৎস্না! তবে কি তুমি আসছো!
তবে কি তুমি আজ আসছো আমার ঘরে!

ফেইসবুকে যোগ করুন