rss

শনিবার, ২৮ জুলাই, ২০০৭

কবিতার জন্মকাহিনী

কালো যে কয়লা,
সেও মৃত্তিকার চাপে
ভূগর্ভের উষ্ণতায় জ্বলে
রুপান্তরিত হয় অমূল্য হীরকে।

তোমার দেয়া দূঃখগুলোও তেমনি
হৃদয়ের চাপে,
ভালোবাসার উষ্ণতায় পুড়ে
হীরকের পূর্ণতা পায়,
উঠে আসে কবিতার খাতায়-
জ্বলজ্বলে অক্ষরের নান্দনিক বিন্যাসে।

ফেইসবুকে যোগ করুন