rss

শনিবার, ২৮ জুলাই, ২০০৭

রাত্রির কাছে

রাত্রির কাছে গচ্ছিত রেখেছি সকল স্বপ্ন,
রৌদ্রালোকে ঘুরি স্বপ্নহীন।
এই জনারণ্যে বিবস্ত্র জীবনের বিবর্ণ ইচ্ছেগুলো
বড় বেশি আক্রমণাত্মক,
শার্দূল চোখে ক্ষমাহীন আক্রোশ নিয়ে তাকায়,
এগিয়ে আসে যেন পৌরাণিক দানব এক,
ঘাড়ে চেপে বসে সিন্দবাদের ভূতের মত
যুগের পর যুগ;
দূর্বিষহ বাস্তব শুধু
দূঃখেরই কোরাস গায়;
যান্ত্রিক চাওয়া পাওয়াতে স্বপ্নরা নির্বাসনে খোঁজে সুখ।

তাই রাত্রির কাছে গচ্ছিত রেখেছি সকল স্বপ্ন,
রৌদ্রালোকে ঘুরি স্বপ্নহীন।

ফেইসবুকে যোগ করুন