rss

রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০০৭

অভিমানী



তার মৃত্যুতে কোন রকম হুলস্থুল পড়ে যাবেনা
পাড়াময় শোকের মাতম উঠবেনা
কেউ গম্ভীর স্বরে ‘একটি শোক সংবাদ’ বলে মাইকিং করবেনা!

তার মৃত্যুতে ঘরময় প্রিয়জনদের ঢল নামবে না
লোবানের গন্ধে ভারি হবেনা বাতাস
কাফনের কাপড় কেনার জন্য ব্যস্ত হবেনা কেউ!

তার মৃত্যুতে পত্রিকার পাতায় ছাপানো হবেনা কোন শোকবার্তা
শেয়ার বাজারে নামবেনা ধ্বস
জাতীয় পতাকা হবেনা অর্ধনমিত
শহরের জীবনযাত্রা হবেনা অচল!

রোজ ভোরে বাবা তার আগের মতই সোফায় বসে খবরের কাগজ পড়বেন
মা আগের মতই ব্যস্ত থাকবেন রান্নাঘরে
ভাই-বোনদের কেউবা যাবে কলেজে কেউবা অফিসে!

মানসী তার, যাকে নিয়ে সবুজ দূর্বাঘাসের ’পরে বসে গল্প করার স্বপ্ন দেখতো
সে থাকবে প্রগলভ বন্ধুদের আড্ডায় আগের মতই!
খেলার মাঠে এত লোকের মাঝে তার অনুপস্থিতি বন্ধুদের চোখে পড়ার কথা নয়!

কোন এক পথহীন পথের ধারে পড়ে থাকবে
অভিমানী যুবকটির লাশ
কেউ জানবেনা
জানবেনা কেউ...

ফেইসবুকে যোগ করুন