rss

বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০০৮

কুসংস্কার

প্রাচীন বৃদ্ধরা প্রায়ই সতর্ক করেন,
'সাবধানে থাকবি। যাত্রা শুভ অশুভ দেখে চলবি।'
আমি সাবধানেই থাকি।
কুসংস্কার মনে হলেও, অনেক কিছুই
মেনে চলি, চলতে চেষ্টা করি।

প্রথম যেদিন আমাদের দেখা হলো,
একসাথে হাঁটছি তুমি আমি,
অকস্মাৎ যাত্রা শুরুর ক্ষাণিক পরেই জুতোর একটা টানা ফিতা
ছিঁড়ে গ্যালো তোমার,
তাতে পুরো জুতোটি অকেজো হয়নি অবশ্য,
শুধু মনের মধ্যে ছোট্ট একটা কাঁটা বিঁধে গ্যালো।
আদিম রক্তে বয়ে আনা কুসংস্কারের তীর
ঠিকই বিদ্ধ করছিলো থেকে থেকে।
যাত্রা কি শুভ হলো! যাত্রা কি শুভ হলো!

তবু বারে বারে নিজের মনেই প্রবোধ দিয়েছিলাম,
ও কিছু নয়, এমনটি হতেই পারে!
একবিংশ শতাব্দীর সুপারসনিক গতির জীবনে
শুধু নির্বোধরাই শুভ অশুভ চিন্তা করে,
বাকিরা এগিয়ে যায় দূরন্ত গতিতে।

আমি নির্বোধ হতে চাইনি। তাই ইতিবাচক ভাবনায়
উড়িয়ে দিয়েছিলাম শংকা। জোর কদমে এগোতে চেয়েছি সামনে।

সেই যে হোঁচট খেলাম, যাত্রা আর গন্তব্যে পৌঁছুলো না!



মাইজদী, নোয়াখালী
১৮ এপ্রিল, ২০০৮

ফেইসবুকে যোগ করুন