rss

বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০০৮

সবকিছুই বেঁকে যায়

তুমি বেঁকে যাও প্রতিনিয়ত;
হাসতে হাসতে বেঁকে যাও
চলতে চলতে বেঁকে যাও
ঘুরতে ফিরতে বেঁকে যাও।

খুনসুঁটিতে বেঁকে যাও,
রাগে দূঃখে বেঁকে যাও
অভিমানে অনুরাগে বেঁকে যাও
শুতে বসতেও বেঁকে যাও।

ছলনার সময় বেঁকে যাও
অভিনয়ের সময় বেঁকে যাও
সংলাপের সময় বেঁকে যাও
মুঠোফোনে কথা কও বেঁকিয়ে।

রণে বেঁকে যাও
রমণে বেঁকে যাও
ঝগড়ায় বেঁকে যাও
উঠতে বসতে বেঁকে যাও।

আজন্ম ঘাঁড় বাঁকানো তোমার স্বভাব,
কথার পিঠে কথা বাঁকাতে বাঁকাতে
শরীরের বাঁকে বাঁকে মুগ্ধতা ছড়িয়ে
সরল মনের আমাকেও বেঁকিয়ে ফ্যালো।

না, এ তোমার দোষ নয়;
নয় জীনগত ত্রুটি।
তুমিতো বাঁকবেই;
স্থান-কালের বক্রতায়
সবকিছুই বেঁকে যায়!


- - -
মাইজদী, নোয়াখালী
২৮ এপ্রিল, ২০০৮

ফেইসবুকে যোগ করুন