rss

শুক্রবার, ১৫ আগস্ট, ২০০৮

এমন বৃষ্টি ঝরা দিনে

বৃষ্টি না পেলে শস্যের প্রাণ জেগে ওঠে না সুপ্ত বীজ থেকে,
হবে না নতুন জলে পোনা মাছের ছোটাছুটি।
বৃষ্টি না পেলে ময়লা ধুয়ে যাবে না,
শহর দিনে দিনে চলে যাবে নোংরা আবর্জনার দখলে।
বৃষ্টি না ঝরলে জমিন ফেটে চৌচির হবে
শুকনো মাঠে শকুনও ঠাঁই পাবে না।

বৃষ্টি না হলে ধূলি কনায় ভরে যাবে আকাশের নীল
মিটি মিটি তারা দেখবো না আর।
বৃষ্টি না হলে পাখির লাশ পড়ে থাকবে মরা গাছের ডালে
লজ্জাবতী চিরস্থায়ীভাবে গুটিয়ে নেবে সকল পাতা।
বৃষ্টি না হলে কচু পাতায় জমে থাকা সুন্দর দেখা হবে না,
হবে না ভরা পুকুরে ডুবসাঁতার।

বৃষ্টি সবাইকেই কিছু না কিছু দেয়,
কখনো অকস্মাৎ মনে করিয়ে দেয় ভুলে থাকা স্মৃতি।
মনে করতে বাধ্য হই, এমনি এক দিনে শেষবার দ্যাখা হয়েছিলো;
এমন বৃষ্টি ঝরা দিনে অনেক অভিমান বুকে বাজে।


- - -
মাইজদী, নোয়াখালী

০২ রা জুলাই, ২০০৮ রাত ৮:০৪


ফেইসবুকে যোগ করুন