rss

সোমবার, ২০ অক্টোবর, ২০০৮

কবিতার জন্য ঋণস্বীকার

নদীর কাছে ফুলের কাছে
সবুজ বৃক্ষরাজির কাছে
আমার অনেক ঋণ আছে।

জোনাক জ্বলা খুব নিশুতি
জ্বলজ্বলে এক রাতের কাছে
আমার অনেক ঋণ আছে।

অবহেলায় উড়ে যাওয়া
ছোট্ট প্রজাপতির কাছে
আমার অনেক ঋণ আছে।

খুব গোপনে ছুঁয়ে যাওয়া
ছোট্ট একটি ব্যথার কাছে
আমার অনেক ঋণ আছে।

ছয়টি দিনের স্মৃতির কাছে
চলে যাওয়া তোমার কাছে
আমার অনেক ঋণ আছে।


১১ জুলাই, ২০০৮

ফেইসবুকে যোগ করুন