rss

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০০৯

ফিরে এসো

নেমে এসো মেয়ে পর্বত শিখর থেকে,
মানুষের কাছাকাছি।
ঐ উচুতে বসবাসে কী আনন্দ?
কী আরাম হিম শীতল পর্বতের চূড়ায়?
ওখানে কি বসতি আছে? শুভ্র মেষ পাল?

উঁচুতে উঠতে উঠতে ছায়াপথ ছাড়িয়ে যাও,
মিটিমিটি তারাদের ছুঁয়ে যাও
ইশারায় জ্বালিয়ে দাও স্ফটিক স্বচ্ছ ঝাড়বাতি;
আর আমরা ডুবে থাকি মিশমিশে কালো অন্ধকারে!

বাঁকানো উপত্যকা বেয়ে নেমে এসো সমতলে
ভালোবাসার জন্য, এসো,
খুঁজে নাও ভবিষ্যত সুখী গৃহস্বামী।
এখানে দ্যাখো ধান আছে, গম আছে, আছে ডালের প্রাচুর্য।
প্রতিদিনের তাজা তরকারী আছে, পুকুরে মাছ আছে;
এখানে বাতাস আরামদায়ক, আছে পরিমানমত সতেজ বৃষ্টি,
ঋতুর পরিবর্তনে আকাশ রঙ বদলায় - চারদিক কেমন কোমল সুন্দর!

ফিরে এসো মেয়ে, মানুষের কাছাকাছি;
এবার সরিয়ে নাও সপ্ত নেকাব,
জেনো, প্রতীক্ষায় আছে সেই হারানো মেষপালক।


৪ আগস্ট, ২০০৮

ফেইসবুকে যোগ করুন