rss

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০০৯

মায়াবী ঘাতক

একদিন এক প্রজাপতি ছুঁয়েছিলো আমায়,
তার শ্যামল চোখে অনাগত স্বপ্নের হাতছানি;
বৃত্তের ভেতর বৃত্তের আল্পনার ছোপ ছোপ দাগ
সাজিয়ে আমারে ডেকেছিলো ভীষণ মায়ায়।

আমি সেই প্রজাপতি ছুঁয়ে বর্ণীল আলোয়
ঘুরে বেড়িয়েছি শহরের ভেতরের শহর।
পাঁচ আঙুলের সাথে পাঁচ আঙুলের দিনমান বন্ধন,
স্নায়ুগ্রন্থী বেয়ে মাতাল করতো অলৌকিক শারাব।

শ্যামল প্রজাপতি, শেষকাষ্ঠ জ্বালানো মায়াবী ঘাতক;
তরল আগুন লুকোতেই কি অভিনয়ে হেসেছিলে লাজুক?


১২ আগস্ট ২০০৮

ফেইসবুকে যোগ করুন

2 টি মন্তব্য:

Unknown on ২৯ মে, ২০০৯ এ ১১:১৪ AM বলেছেন...

খুব সুন্দর হইছে মুকুল ভাই।

admin on ২৯ মে, ২০০৯ এ ১১:২২ AM বলেছেন...

থ্যাঙ্কু সাঈফ ! :-)