rss

বুধবার, ২ সেপ্টেম্বর, ২০০৯

একটি গান গাও আজ



প্রিয়, একটি গান গাও আজ -
শীত সকালের রোদ্দুরের মত নম্র উষ্ণ,
চড়ুইয়ের পালকের মত মোলায়েম, আদরমাখা।



দুরুত্ব ঘুচে যাক বেতারে; কানের কাছে ফিস ফিস করে উঠুক ছন্দিত তরঙ্গ।
যাই হোক, তবু কিছু একটা হোক; কিছু একটা গুণগুণ করুক।
কিছু একটা তুফানের মত ছুঁয়ে যাক,
হাজার রাত্রির নীরবতা ভেঙে কিছু একটা গ্রাস করুক,
আমাদের অগ্রন্থিত ভাবাবেগ প্রকাশ্য মিছিলে আসুক...

মাইজদী, নোয়াখালী
১০ জানুয়ারি, ২০০৯

ফেইসবুকে যোগ করুন