rss

বুধবার, ২ সেপ্টেম্বর, ২০০৯

আজ কোন কাজ নয়

আজ কোন কাজ নয়
আজ আলসেমির গলা জড়াজড়ি করে শুয়ে থাকবো।

যে যাই বলুক,
আজ কোন কথা নয়
হাসি নয় ঠাট্টা নয়
রাগ নয় অভিমান নয়
আজ দুঃখগুলোকে হিমঘরে পাঠিয়ে
পর্দা টানবো কাঁথা মুড়ি দেবো।

আজ কোন ফোনকল নয় টিভি নয়
স্মৃতিকাতরতা নয় সংক্ষিপ্ত বার্তা নয়
চুলোয় দাউ দাউ আগুণ নয়
জলকেলি নয় প্রার্থনা নয়
বাইনারী আবেগ বিনিময় নয়
কামনা জর্জরিত কল্পনাবিলাস নয়।

আজ নিজস্ব কঠিন কঠোর সাব্বাথ;
আজ কোন কাজ নয়
আজ আলসেমির গলা জড়াজড়ি করে শুয়ে থাকবো।



১৪ নভেম্বর ২০০৮

ফেইসবুকে যোগ করুন

3 টি মন্তব্য:

রায়হান সাঈদ on ৯ অক্টোবর, ২০০৯ এ ১:১৫ PM বলেছেন...

বস , শুভেচ্ছা জানায়ে গেলাম। অনেক দিন ধরেই আসব ভাবেছিলাম, আজ আসলাম।

admin on ৯ অক্টোবর, ২০০৯ এ ১:৩২ PM বলেছেন...

ধন্যবাদ রায়হান ভাই।
তবে আমি বিভ্রান্ত হয়ে গেলাম। আমি রায়হান নামে আমাদের ব্লগার হাসান রায়হান (অচেনা বাঙালি)এবং রায়হান সাঈদ ভাইকে চিনি। আপনি কোন রায়হান, এই মুহুর্তে ঠিক বুঝতে না। আপনার নামের লিঙ্কেও কিছু পেলাম না! :-(

Hasan Raihan on ১৪ অক্টোবর, ২০০৯ এ ১২:৫৩ PM বলেছেন...

এইটা মনে হয় আমি না। :)