rss

সোমবার, ১৬ নভেম্বর, ২০০৯

নতুন রুপে আমার ব্লগস্পট

সামহোয়্যারইন আর আমারব্লগেই ব্লগিং করে আসছি গত কয়েক বছর ধরে। তাই ব্যক্তিগত ব্লগস্পট নিয়ে নাড়াচাড়া করা হয়নি খুব একটা। মাঝে মধ্যে পোস্টের ব্যাকআপ রাখতাম খালি। গত কিছুদিন ধরে ব্লগস্পটটা নিজের মত সাজিয়ে নিবো ভাবছিলাম। সেই উদ্দেশ্যে গত কয়েকদিন বেশ গুতোগুতি করলাম ব্লগার টেমপ্লেট নিয়ে। অনেক খুঁজে পেতে বর্তমান ম্যাগাজিন টেমপ্লেটটাই বেশি পছন্দ হলো। টেমপ্লেটের অনুবাদ, ডিফল্ট চেহারা নিজের মত করে সাজিয়ে নিতে গিয়ে এইচটিএমএল নিয়ে ঘাটাঘাটি করতে হলো। যদিও আমি টেকি লোক না। প্রোগ্রামিংও জানা নেই। কিন্তু গুতোগুতি করে মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম। গুগলিং করে এদিক ওদিক থেকে কোড নিয়ে ডিফল্ট চেহারা, ব্যবহার উপযোগিতা পরিবর্তন করলাম। এখন নিজের কাছে মোটামুটি ভালোই লাগছে। সৃষ্টিশীল কিছু করার মজাই আলাদা! :-)
ডিফল্ট টেমপ্লেটে ছিলোনা, কিন্তু কোড পরিবর্তন করে নতুন যোগ করেছি এমন কাজের তালিকা:

১. ইন্টারফেস এর বাংলা অনুবাদ
২. ফন্ট সাইজ ঠিক করা, রঙ পরিবর্তন
৩. প্রয়োজন অনুযায়ি টপমেন্যুতে নতুন লিঙ্ক সংযোজন করা
৪. ব্লগ পোস্ট বক্স, উইজেট বক্সের আকার পরিবর্তন
৫. প্রথম পাতায় ব্লগ পোস্টে পুরোটা পড়ুন সুবিধা যোগ করা
৬. ফেসবুকে যোগ করুন লিঙ্ক সুবিধা যোগ করা
৭. Bangla Help পেজ যুক্ত করলাম। (হাসিব ভাইয়ের সহায়িকাটাই সরাসরি জুড়ে দিয়েছি)
৮. বাংলা তারিখ প্রদর্শন সুবিধা যোগ করা (এই বিষয়ে খোঁজ দিয়ে সাহায্য করেছেন মাহবুব সুমন)
৯. অ্যাড্রেস বারে নিজস্ব ফেভিকন যোগ করা (ফেভিকন সহজেই তৈরি করুন এই সাইট থেকে)

এইচটিএমএল নিয়ে কাজ করতে গিয়ে সুবিধা হলো, পরীক্ষামূলকভাবে স্থানীয় লোকসংবাদ পত্রিকার জন্য ব্লগার দিয়েই একটা ডেমো (www.loksangbad.blogspot.com) তৈরি করে ফেললাম। গতকাল রাতে ফ্রি ডোমেইন নেম নিলাম www.loksangbad.co.cc । তারপর সার্থকভাবে ব্লগার থেকে রিডাইরেক্ট করে ফ্রি ডোমেইন এর সাথে সংযুক্ত ও করে ফেললাম। কোড পরিবর্তন করতে গেলে প্রচুর ঝামেলাও হয়। সামান্য ভুল হলেই কাজ করে না। ঠেকেঠুকে প্রচুর জ্ঞান অর্জন করলাম। :-)

ফেইসবুকে যোগ করুন

10 টি মন্তব্য:

হাসিব on ১৬ নভেম্বর, ২০০৯ এ ১:৪৩ PM বলেছেন...

থিমটা ভালো । সুবিধামতো কাস্টোমাইজেশন করা যায় মনে হচ্ছে ।

মুকুল on ১৬ নভেম্বর, ২০০৯ এ ৫:৪২ PM বলেছেন...

হু। ওয়ার্ডপ্রেসে দেখলাম সিএসএস এডিট করতে গেলে অ্যাকাউন্ট আপগ্রেড করতে হয় টাকা দিয়ে। ব্লগারে যে কোন টেমপ্লেটই এডিট করা যায়। তাই সহজেই কাস্টমাইজ করার স্বাধীনতা আছে।

রাশেদ on ১৬ নভেম্বর, ২০০৯ এ ৮:১০ PM বলেছেন...

সাবাস। সুন্দর হইছে।

admin on ১৬ নভেম্বর, ২০০৯ এ ৮:১৪ PM বলেছেন...

হ। গত কয়েক সপ্তাহ প্রচুর সময় নিয়া গবেষণা করছি। গুতায়াগাতায়া কোডিং শিখতেছি। @ রাশু

:D

sadia বলেছেন...

kon site theke kon tricks use koresen ta share korar jonno anurodh korsi. tahole amrao nijeder blogke moner moto kore sajie nite parbo.

admin on ১৯ নভেম্বর, ২০০৯ এ ৬:৩৬ PM বলেছেন...

@ সাদিয়া, আমার ব্লগে স্বাগতম! আপনাকে সম্ভবত চিনি না! সে যাই হোক, আমি আসলে ঠিক টেকি লোক না। একটা সুবিধা সংযোজন করার জন্য প্রচুর সময় দিতে হয়েছে আমার। ভুল করতে করতে করে ফেলেছি। তাই ডিটেইল টিউটোরিয়াল টাইপ কিছু লেখা আমার জন্য খুব কঠিন।
অবশ্য আপনি যে কোন বিষয় নিয়েই গুগলে সার্চ দিলে ইংরেজীতে টিউটোরিয়াল পাবেন। আমিও সেভাবেই কাজ করেছি। ধন্যবাদ।

সাদিয়া বলেছেন...

এত তাড়াতাড়ি উত্তর দেয়ার জন্য ধন্যবাদ। আমি সেকথা বলিনি। আমার কথাটা এমন:
যে টুইকস এর জন্য যে সাইটের সাহায্য নিয়েছেন, তার লিংক দেয়া। যেমন ক) বাংলা করেছি এই সাইট থেকে। খ) পুরোটা পড়ুন সুবিধা যেগ করেছি এই সাইট থেকে। গ) সাম্প্রতিক লেখা ও সাম্প্রতিক মন্তব্য গেজেট যোগ করেছি এই সাইট থেকে। এরকম করে দেয়া গেলে আমরা নির্দিস্টভাবে পদ্ধতিগুলো জানতে পারতাম এবং নিজেদের ব্লগেও তা প্রয়োগ করতে পারতাম। ধন্যবাদ। আর গুগল সার্চ?? সঠিক কিওয়ার্ড বের করাটাই আমার কাছে সবচাইতে কঠিন মনে হয়।

admin on ২০ নভেম্বর, ২০০৯ এ ১১:০৪ AM বলেছেন...

ধন্যবাদ সাদিয়া। আপনার পরামর্শটা ভালো। আমি আসলে ওভাবে ডিটেইল লিখার কথা ভাবিনি। তাই অনেক লিঙ্কই সেভ করি নাই। ছোট ছোট কিছু জিনিস যোগ করেছি বিভিন্ন সাইট থেকে। কিছু কিছু জিনিস ব্লগস্পট এর সেটিং থেকেই করা যায়। যেমন পোস্টে বাংলা তারিখ দেখানো (ল্যাঙ্গুয়েজ সেটিংস বাংলা করে দিলেই হয়), সাম্প্রতিক লেখা, সাম্প্রতিক মন্তব্য গ্যাজেটও ব্লগস্পটের ডিফল্ট গ্যাজেট থেকেই করা যায়।

আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। ভবিষ্যতে চেষ্টা করবো ডিটেইল লেখার জন্য। :-)

admin on ২০ নভেম্বর, ২০০৯ এ ১১:১৩ AM বলেছেন...

সাদিয়া, অ্যানিমেটেড সাম্প্রতিক পোস্ট অপশন যোগ করতে এই টিউটোরিয়ালের সাহায্য নিয়েছি।

admin on ২০ নভেম্বর, ২০০৯ এ ১:৫০ PM বলেছেন...

এইমাত্র কমেন্টে অ্যাভাটার দেখানোর সুবিধা যোগ করলাম। :-)
কমেন্টে অ্যাভাটার দেখানোর সুবিধা দেখানোর জন্য এই টিউটোরিয়াল দেখুন