rss

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০০৯

এ কবিতাঞ্জাল টু মুক্লা , অন হিজ বার্থ ডে / হোসেইন

এ কবিতাঞ্জাল টু মুক্লা , অন হিজ বার্থ ডে



লিখেছেন : হোসেইন    ২৭ নভেম্বর (শুক্রবার), ২০০৯ ১২:২০ অপরাহ্ন

তোমাদের এই সব রঙিলা মেলায়
কেউ একজন এসেছিল মফস্বল থেকে,
তখনও সে শিখেনি মুখোশ কিভাবে আটকাতে হয় মুখের ওপর,
কিভাবে চোখে চোখ রেখে অবলীলায় মিথ্যে বলতে হয়,
কিভাবে একহাতে হাত ধরে রেখে,
অন্য হাত দিয়ে সন্তর্পনে তুলে নিতে হয় ঘাতক ছুরি।
তখনও তার হৃদয়টা বেশ বড় ছিল,
সেখানে খা খা শুন্যতায় সে তোমাকে আর আমাকে জায়গা করে দিয়েছিল,
অবুঝ বিশ্বাস তার ,
ভালোবাসা দিলে অসুস্থতা সারিয়ে তোলা যায়।

তোমার আর আমার সাথে সেও স্লোগানে মুখরিত করেছিল মিছিল,
মোড়ের পাশে পুলিশের গাড়ি দেখলে, সেই বোকার মতো দৌড়ে গেছে সামনে,
আর পেছন থেকে আমরা চিৎকার করে দিয়েছি উৎসাহ;
আমরাই তাকে মাঝরাতে ঘর থেকে বের করে এনে
এই রাস্তায় দাড় করিয়েছিলাম
আমরাই আমাদের স্বপ্নের অনেকখানি ধার দিয়ে
তাকেও করেছিলাম অলস স্বপ্নবান।

তারপর স্টেশনে গাড়ি পৌছালে
আমি ও তুমি , আমরা সবাই যার যার গন্তব্যে
রওনা হয়েছি টাইমটেবল মিলিয়ে;
আমাদের যাওয়ার জায়গা ছিল অনেক
অথবা না থাকলেও আমরা ঠিকই জায়গা খুঁজে নিতে জানতাম;

সেই বিকেলে রেলগাড়িটা প্লাটফরম ছেড়ে বেরিয়ে আসার পরও
আমরা কেউ খেয়াল করে দেখিনি,
একটা বোকা ছেলে
একাকী প্লাটফরমেই দাড়িয়ে আছে।
অথচ দুপুরে আমরা সবাই একই সাথে স্টেশনে পৌছেছিলাম।

ফেইসবুকে যোগ করুন

5 টি মন্তব্য:

admin on ২৭ নভেম্বর, ২০০৯ এ ৮:৪৭ PM বলেছেন...

ভালোবাসা আমাকে লজ্জায় ফেলে দেয়। কারণ আমি জানি, আমি আসলে ঠিক যোগ্য মানুষ নই। তবুও প্রিয় মানুষের উপহার আনন্দ তো দেবেই। জন্মদিনের এই শুভেচ্ছা ঈদের আনন্দকে অনেক অনেক গুণ বাড়িয়ে দিলো।
বিনীত কৃতজ্ঞতা... সুপ্রিয় হোসেইন, প্রিয় কবি!
আপনার লেখা, সঙ্গ, সব সময়ই মিস করি! মিস করি সেই দিনগুলি। ভালো থাকুন সবসময়। আপনার নতুন লেখা, নতুন কবিতার প্রতীক্ষায়...

নুশেরা on ৩০ নভেম্বর, ২০০৯ এ ৮:১০ AM বলেছেন...

শুভ জন্মদিন মুকুল! বিলম্বিত হলেও শুভেচ্ছা টাটকা।

সাইট চমৎকার দেখাচ্ছে। অভিনন্দন।

admin on ৩০ নভেম্বর, ২০০৯ এ ১:২১ PM বলেছেন...

অনেক ধন্যবাদ নুশেরা'পু ! :-)

আবদুল্লাহ আল মাহবুব on ৩০ নভেম্বর, ২০০৯ এ ৮:০৯ PM বলেছেন...

হোসেইন মানুষটা কে সেটা আমি জানি :-)

শুভ বিবাহ বার্ষিকী কবে জানাবো ?

admin on ৩০ নভেম্বর, ২০০৯ এ ৯:৫৭ PM বলেছেন...

তাইলে তো ভালৈ! আমি কে, সেটাই এখনো জানলাম না! নিজেরেই আমি খুঁজিয়া বেড়াই...

শুভ বিবাহবার্ষিকীর কোন সম্ভাবনা দেখতেছি না। :-( @ মাসু ভাই