rss

রবিবার, ২১ মার্চ, ২০১০

পদাধিকার বলে

পদাধিকার বলে আয়েশ হয় বেশ
গদির পেছনে তোয়ালে ঝুলে
গালে তলপেটে পশ্চাদ্দেশে
পুরুষ্টু চর্বি ছলছল করে।

পদাধিকারীর উত্থিত পূজাবেদীতে
ধুপ ঘি সুগন্ধী মাখে কুমারী পৌত্তলিক।


পদাধিকার বলে মিসেস পদাধিকারীর
দশাসই হাতে বাইশ ক্যারেট অহঙ উঁকি দেয়।

পদাধিকারীর নাতিশীতোষ্ণ কক্ষে শহরের
ভাঁড় সম্প্রদায় গোলটেবিল স্তুতিসভা করে।

পদাধিকার বলে উন্মুক্ত মঞ্চে
বিশিষ্ট আলোচক বনে যায় কেউ কেউ।
কেউ কেউ হয়ে যান শহরের
সকল নাগরিক সভার সভাপতি...

এবং পদাধিকার বলে কেউ কেউ কবিও হয়ে যান
অমর হতে চান মুদ্রিত শিলালিপিতে!


মাইজদী
২১ মার্চ, ২০১০
রাত ৮.৪০

ফেইসবুকে যোগ করুন

1 টি মন্তব্য:

আনোয়ার সাদাত শিমুল on ১৬ এপ্রিল, ২০১০ এ ১০:২৯ PM বলেছেন...

ভালো আছি মাশাআল্লাহ। তাই হয়তো নিজেকে নিয়েই থাকি। লেখালেখির টাইম পাই না ;)