rss

শনিবার, ৫ জুন, ২০১০

আজ শোক

আজ শোক!
পত্রিকায় শোক, টিভিতে শোক
রাস্তায় শোক, পাড়ায় শোক
গলিতে শোক, রাজপথে শোক
অর্ধনমিত জাতীয় পতাকায় শোক।

দিন শেষে শোকের রুটিন শেষ হলে পর,
আমাদের শোক আপাতত স্থগিত করা হবে পরবর্তী কোন দূর্ঘটনার জন্য।
'আল্লার দুনিয়ায় বেঁচে আছি' এই পরিতৃপ্তি নিয়ে আজ ঘুমাবো আমরা;
কেবল জেগে থাকবে স্বজন হারানো কিছু অনিবার্য শোকাতুর।


এর মধ্যে নিরাপদ শহরের দাবিতে আমরা কেউই রাস্তায় নামবো না;
তদন্ত কমিটির প্রতিবেদন চাপা পড়বে অতীতের হাজার প্রতিবেদনের ভিড়ে।
অনিয়ম চলবে আগের মতই ঠিকঠাক,
দূর্নীতির চাকা নিরুদ্রপেই ঘুরবে,
কোন সুয়োমুটো রুল জারি হবেনা কোন দায়িত্ববানের প্রতি,
মুদ্রার প্রলোভোনে আরেকটি মৃত্যুফাঁদের অনুমোদন আসবে কোন দায়িত্বশীলের টেবিল থেকে,
এবং আমরা আগের মতই টিভির নিরাপদ পরাবাস্তবে ডুবে থাকবো!

ফেইসবুকে যোগ করুন

2 টি মন্তব্য:

মারুফ on ১৫ জুন, ২০১০ এ ১১:২৬ PM বলেছেন...

সত্য কথাটা কবিতায় ফুটিয়ে তুলেছেন
পড়ে ভাল লাগল

admin on ১৬ জুন, ২০১০ এ ৯:০৩ AM বলেছেন...

Apnake o dhonnobad. :-)