rss

রবিবার, ৩ অক্টোবর, ২০১০

ব্লগস্পটে ব্লগ পরিসংখ্যান দেখার সুবিধা যুক্ত হলো

ব্লগিং প্লাটফর্ম হিসেবে ওয়ার্ডপ্রেসের পাশাপাশি ব্লগার/ব্লগস্পট আমার অনেক পছন্দ। আামার ব্যক্তিগত ব্লগটিও ব্লগারেই হোস্ট করা। কিন্তু অনেকদিন নিজের ব্লগস্পট ব্লগে ঢুঁ দেয়া হয়নি। নতুন পোস্ট লিখিনি অনেকদিন। কারো কমেন্টও নেই, নোটিফিকেশনও নেই। তাই এদিকে আর আসা হয়নি। আজ হঠাৎ ঢুকে দেখি কন্ট্রোল প্যানেলে Stats বার দেখা যাচ্ছে। এই অপশনটার জন্য অনেকদিন অপেক্ষা করেছি। ব্লগস্পটে এই সুবিধা না থাকায় তৃতীয় পক্ষের কোন পরিসংখ্যান ওয়েব সাইটের সাহায্য নিতে হতো। যার মাধ্যমে ট্র্যাফিক, পেজভিউ, সার্চ হিস্টোরি ইত্যাদি দেখা যেতো।

বিস্তারিত পরিসংখ্যান দেখানোর পাশাপাশি ব্লগপেজের জন্য মোট পেজভিউ উইজেট ও যুক্ত হয়েছে। এখন থেকে ড্যাশবোর্ড থেকেই ব্লগ সম্পর্কিত অনেক পরিসংখ্যান দেখা যাবে। নি:সন্দেহে দারুণ সংযোজন! :)

ফেইসবুকে যোগ করুন

1 টি মন্তব্য:

Tamim Ibn Aman on ১০ মে, ২০১৩ এ ৪:৪৭ AM বলেছেন...

আমিও একখান খুললাম :D