rss

জালছেঁড়া নদী

জালছেঁড়া নদী
আমার প্রথম কাব্যগ্রন্থ। প্রকাশকাল: ফেব্রুয়ারি, ২০০৯। প্রকাশক: ভাষাচিত্র, ৩য় তলা, আজিজ সুপার মার্কেট, ঢাকা।

প্রান্তজন

প্রান্তজন
শহীদুল ইসলাম মুকুল

মঙ্গলবার, ২৯ জুলাই, ২০০৮

Bangla Help

General Recommendations

Font: Solaimanlipi, developed by Solaiman Karim. Download it from here.
Software for Writing Bangla: Avro, developed by Omicrolab. Download it from here.
Browser: Firefox. Download it from here. [Why firefox?]

Windows Vista

Internet Explorer 7/8
You can see Bangla without configuring anything in Windows Vista. By default, Windows uses Vrinda font, which is not quite aesthetically beatiful font.

IE_vrinda
For a better view of Bangla unicode text, you can install SolaimanLipi font into your system and change the default font from Vrinda to Solaimanlipi. Please follow these steps to do that.

1. Go to Tool > Internet Options.
2. From the General Tab click Fonts (at the bottom).
3.
Fonts_options
From fonts window, select Bangla as the Language Script. And select Solaimanlipi font in Webpage Fonts field.

4. Click OK.

Now, go to Nirpata.com site and have a look. It should look like this -
IE_solaimanlipi

Windows Vista/XP
Firefox
1. Install the Solaimanlipi font.
2. Go Tools > Preferences.
3. Go to the Content tab. Select Default font to Solaimanlipi.
Firefox_options

4. Click OK.

Windows XP
Step: 1
First of all, you need to install support for Windows complex script to view complex Asian characters like Bangla. You can download it from here (alt). Download it and install.

Step: 2
Install SolaimanLipi font.

Step 3
Configure you browser for better a better view.
Internet Explorer: See the Internet Explorer part under MS Vista operating system.
Firefox: See the Firefox font configuration under Windows Vista.

Ubuntu Linux
You don’t need to do anything in Ubuntu Linux (7.x or higher.) to see the Bangla text correctly. However, to have the best view you can install and use the Solaimanlipi font in your browser.

1. Download Solaimanlipi font from here.
2. Press alt+f2, and then type

gksu nautilus /usr/share/fonts/truetype

3. Copy the font and paste it in the nautilus explorer.
4. Again press alt+F2 and type this,

sudo fc-cache -f -v

5. To view Bangla web pages in Solaimanlipi font, follow the instructions for Firefox in Windows Vista.

 ------------------------------------------------------------------
বি: দ্র: এই সহায়িকাটি তৈরি করেছেন হাসিব মাহমুদ। মূল লিঙ্ক এখানে

ফেইসবুকে যোগ করুন

বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০০৮

আষাঢ়ে স্বপ্ন

ইস্ত্রি করা কড়কড়ে শার্ট পরেছি ভাঁজ খুলে
জিন্স বেঁধেছি দামী বেল্টের বাঁধনে।
চকচকে পালিশ করা জুতোয় আলোর প্রতিফলন
প্রতিদিনকার চেয়ে দু’বার বেশি ছিটিয়েছি ফরাসী সৌরভ।
তারপর রিক্সা ডেকে মোলায়েম কন্ঠে দরদাম করে
হুড খুলে রাজকীয় ভঙ্গিতে যাত্রা শুরু।

এত আয়োজন শুধু আমাদের প্রথম দেখা, তাই।
তুমিও নিশ্চয়ই পথে, অথবা পৌছে গিয়েছো
চাইনিজ রেস্তোরাটার সামনে।
পাঁচটা বাজলো প্রায়;
হয়তো অধীর আগ্রহে কম্পমান প্রতীক্ষায়!

যেমন ভাবছি তেমনটিই দেখতে তুমি!
ভাবছি আর চলছি... চোখের সামনে দিয়ে হেঁটে যায় কতজন,
ভালো করে কাউকেই লক্ষ্য করি না।
আমি শুধু আজ তোমাকে দেখবো।

তোমার আজ নীল শাড়ী পরার কথা;
রাস্তার সমস্ত নীল রঙা পোশাকের দিকে আড়চোখে চাই-
পাশ কাটিয়ে যে যাচ্ছে, সে কি তুমি?
তোমার হাতে নীল চুড়ি থাকার কথা,
সব নীল চুড়ি পরা হাতের দিকে তাকাই-
চুড়ি হাতে শব্দ করছে যে, সে কি তুমি?

হৃদস্পন্দন মিনিটে দু’চারটি ব্যর্থ হচ্‍ছে উত্তেজনায়।
নির্দিষ্ট স্থানে পৌছালাম প্রায়; ঐতো তুমি!
দাঁড়িয়ে আছো ঠায়, ভীষণ রকম সলজ্জ ভঙ্গি।
তোমার পাশ ঘেঁষে দাঁড়াই।
হাত বাড়ালেই তুমি,
সমস্ত প্রতীক্ষার আজি হলো অবসান।

আমি হাত বাড়িয়ে দিই,
কিছুটা ইতস্তত করে তুমিও।
আমরা পরস্পরের হাত ধরে দাঁড়িয়েই থাকি... দাঁড়িয়েই থাকি...
যতক্ষণ না আষাঢ়ের মেঘমালা টিনের চালে
মৃদু জলপ্রপাতের ধারার মত গড়িয়ে পড়ে
টুপটাপ শব্দে ভোর রাত্রির ঘুম ভাঙিয়ে দেয়!


- - -
মাইজদী, নোয়াখালী
২৬ জুন ২০০৮
মাঝরাত

ফেইসবুকে যোগ করুন

আষাঢ়ের কাছে অনুরোধ

কাপড় ধুয়েছি সেই সাত সকালে;
এখন বেলা গড়িয়ে দুপুর, তবু শুকাচ্ছে না শার্ট।
আমি যে আজ কথা দিয়েছি, ঠিক পাঁচটায়
দেখা হবে তার সাথে আমার।

বৈশাখের অনেক উত্তপ্ত দিন পেরিয়ে
মায়াবী রাজকন্যা অবশেষে সম্মতি দিয়েছে।
দূরালাপনীর দূরুত্ব পেরিয়ে নির্ঘুম উত্তেজনার
অবসান হবে আজ, হবে প্রথম চোখের দেখা।

কড়া ইস্ত্রি করা পরিস্কার কেতাদুরুস্ত পোশাকে
দামী সুগন্ধী মেখে আজ আমি যাবো তার কাছে।
মাস খরচার টাকা শেষ হয়েছে আগেই; ধার কর্জ করে
বুক পকেটে যত্ন করে রেখেছি কড়কড়ে পাঁচশত টাকা।

আজ এই বরষার ছায়া ছায়া মেঘলা দিনে
আষাঢ়ের কাছে অনুরোধ--
হে বিরহী আষাঢ়, অন্তত আজকের দিনে ফিরিয়ে নাও
তোমার মেঘদল; রৌদ্র খেলা করুক খোলা উঠোনে।
আমার কাপড় শুকাতে দেরি হচ্ছে...



- - -
মাইজদী, নোয়াখালী
২২ জুন, ২০০৮


* ছবি কৃতজ্ঞতা

ফেইসবুকে যোগ করুন

চুম্বন ফিরিয়ে নিলে

আমার ধুমপানের অভ্যাস ছিলো, একটু বেশিই ছিলো।
সিগারেটের প্যাকেটের গায়ে সংবিধিবদ্ধ সতর্কীকরণ পড়ে
ক্ষতিকর অভ্যাস হিসেবে মেনে নিলেও, ছাড়তে পারিনি।
তুমি বলেছিলে, ফুসফুস পোড়ানো যন্ত্রণাটা ছেড়ে দিতে;
বিনিময়ে দেবে হাজারো চুম্বন।
আমিও ভেবেছিলাম একটি সিগারেটের
বিকল্প হতে পারে একটি চুম্বন।

তাই একটি চুম্বনের জন্য ছুটে গিয়েছিলাম।
তোমার ঠোঁটের বাঁকা হাসিতে কোন সতর্কীকরণ বার্তা দেখিনি;
আমি নিশ্চিন্তে বিকল্প নেশায় মজে ছিলাম।

যখন তোমার কাছে যেতাম, মুখে থাকতো সুগন্ধী চকলেট;
পাছে তুমি টের পেয়ে যাও, অভ্যাসবশত: ভুল করে
এখনো দু’একটি টানা হয়ে যায়।

আমি সিগারেট ছেড়েই দিয়েছিলাম প্রায়;
পোড়া ফুসফুস ফিরে পাচ্ছিলো স্বাভাবিক ছন্দ।
তোমার চুম্বন কখনোই ফিরিয়ে নেবে না জেনে
স্বল্প সময়ে ফুসফুস পোড়ানোর বিচ্ছিরি নেশাটা কাটিয়ে উঠেছিলাম।

তখন কি জানতাম-
চুম্বন এক ভয়ংকর অগ্নি,
লকলকে শিখায় গ্রাস করে হৃদয়ের কোষগুচ্ছ;
ফিরিয়ে নিলে আত্মাসহ পোড়ায়!


- - -
মাইজদী, নোয়াখালী
১৯ জুন, ২০০৮


* লেখাটি একই সাথে আমার ব্লগে প্রকাশিত।

ফেইসবুকে যোগ করুন

হিসেব নিকেশ

দিন গুনলে মনে হয় বড্ড বেশি সময় চলে যাচ্ছে,
হাতের আঙুলে আর জায়গা হয় না;
তাই বছর গুনি, তাতে করে অংকটা কমে আসে।

ইদানিং বছর গুণতেও ভয় হয়;
রেখা ভাগ করা মলিন আঙুলে গুণতে শুরু করলে
আশংকাজনকভাবে দু’তিনটে আঙুল ডিঙিয়ে যায়।

এভাবে একসময় বছরের হিসেবটাও সবগুলো আঙুল পেরিয়ে
বিশাল সংখ্যায় দাঁড়াবে; তাই হিসেব কষতেই ভয় হয়।
কত বছর তোমাকে দেখি না?


অংকে কাঁচা হলেই বোধহয় ভালো ছিলো!


১৬ জুন, ২০০৮

ফেইসবুকে যোগ করুন

ভালো থেকো ভালোবাসার ঘরে

আমি বললাম, ভালো থেকো ভালোবাসার ‘ঘরে’;
তুমি বললে, ভালো থেকো ভালোবাসার ‘ঘোরে’।
ঘর আর ঘোরের ভেদবুদ্ধি হতেই দেখি, তুমি চলে গ্যাছো দূরে।
আমি ভালো নেই ভালোবাসার ঘরে।


১১ জুন, ২০০৮

ফেইসবুকে যোগ করুন

তুমি না থাকার মত করে ছড়িয়ে থাকো সবখানে

তুমি থাকো না শোবার ঘরে,
রান্না ঘরে থাকো না
স্নান ঘরে থাকো না
ভাঁড়ার ঘরের লক্ষ্ণী হয়ে থাকো না।

তুমি থাকো না উঠোনের পাশটায়
থাকো না নারকেল গাছের খুঁটি দেয়া শ্যাওলা পড়া পুকুর ঘাটে,
গজিয়ে ওঠা লাউ গাছটার লতার পাশে থাকো না
থাকো না পাতাবাহার ঘেরা বাগানটার পাশে।

তুমি টেবিলের পাশে লেখালিখির সময় থাকো না,
খাবার টেবিলে নুন দিতে থাকো না
স্নান শেষে তোয়ালে দিতে থাকো না
থাকো না আলতো চুমুতে রাঙিয়ে অফিসের পথে এগিয়ে দিতে।

তুমি কোথাও থাকো না, কোথাও না;
অথচ আমার চোখের ভিতর আলোছায়ার প্রতিবিম্ব হয়ে
থাকো প্রতিটি দৃশ্যে-অদৃশ্যে।
তুমি না থাকার মত করে ছড়িয়ে থাকো সবখানে,
ভুল দৃষ্টির ভুল প্রতিবিম্বে...



মাইজদী, নোয়াখালী
৭ জুন ২০০৮

ফেইসবুকে যোগ করুন

চকলেট অথবা চলকেট

নতুন কথা বলতে শেখা শিশুদের উচ্চারণে ত্রুটি থাকে,
দু’একটি বর্ণ এদিক ওদিক হয়ে তৈরি হয় নতুন ধ্বনি;
আধো আধো বোলে উচ্চারণের সেই ত্রুটিও মধুর হয়ে ওঠে।
কথার ফাঁকে সেই ভুল উচ্চারণ বয়েসীদের স্নেহের তোড়ে মহিয়ান হয়ে ওঠে।

তেমনি আমাদের আলাপচারিতায় বারে বারে অনেক আদরের
তোমার ছোট ভাইয়ের গল্প ওঠে আসতো;
তুমি ওর মজার মজার আচরণের কথা বলতে আর হেসে লুটোপুটি খেতে সস্নেহে।
কখনো আমিও গলা মেলাতাম সেই অন্তরঙ্গতায়।

মনে পড়ে, তুমিও ছোটদের মত করে ইচ্ছে করেই ভুল উচ্চারণে বলতে সোহাগের কথা।
যেমন চকলেট খেতে ইচ্ছে হলে বলতে, “আমি ‘চলকেট’ খাবো”।
তোমার ছোট ভাইটি, যে কিনা এখনো প্রাথমিক বিদ্যালয় ডিঙোতে পারেনি,
কলেজ পড়ুয়া তুমি তার মুখের বুলিকেই নিজে ব্যবহার করতে।
তোমার আদুরে গলায় অপ্রচলিত শব্দগুলো মোহাবিষ্ট করতো আমায়,
আমি ভালোবাসার টানে সেই শিশুতোষ শব্দগুলোকেই আপন করে নিতাম।

তুমি কি এখনো চকলেটকে ‘চলকেট’ বলো?
অনেক দিন হলো চলকেট খাই না...

২ জুন ২০০৮

ফেইসবুকে যোগ করুন

অবশেষে

অনেক দিন দ্যাখা না হলে স্মৃতি ধূসর হতে থাকে।
প্রথমে অন্তরঙ্গ সময়ের সংলাপ ভুলে যাওয়া,
ভুলে যেতে থাকা কথার মুদ্রাদোষ, খুনসুঁটির পরিভাষা,
দ্যাখা সাক্ষাতের দিনক্ষণ।

তারপর ভুলে যাওয়া পরস্পরের পছ্ন্দ অপছ্ন্দ;
ক্রমান্বয়ে ভুলে যেতে থাকা শরীরের মোহনীয় বাঁক,
গালে তিলের সঠিক অবস্থান,
পোশাকের শোভা, ঠোঁটের রঙ।

তারপর যখন উল্লেখযোগ্য তেমন কিছুই অবশিষ্ট থাকে না,
স্মৃতির দাগটুকু পুরোনো অব্যবহৃত অন্তর্বাসের মত
ফেলে দেয়া হয় গোপনে লোকচক্ষুর আড়ালে।
গ্লাসে জল পান শেষে হাতের উল্টো পিঠে
মুখ মোছার মত করে সবকিছুই সরিয়ে
ঝাঁপিয়ে পড়া নতুনের আহবানে।

অবশেষে আমরা ভুলিবো আমাদের,
ঘর বাঁধিবো নতুন গাঁয়ে...



- - -
মাইজদী, নোয়াখালী
২৬ মে, ২০০৮

ফেইসবুকে যোগ করুন

আরণ্যক

এখানে পৃথিবীর তাবৎ মূল্যবান ঘড়িই মূল্যহীন,
এখানে নেই গাড়ির হর্ণ, নেই রোড অ্যাক্সিডেন্টের বালাই,
এখানে যান্ত্রিক পৃথিবীর সমস্ত গুঞ্জরণ প্রশান্তির বিবরে হারিয়ে যায়।
এখানে ভোরের সোনালী রোদ্দুরকে ঢেকে দেয়না ধোঁয়াটে অন্ধকার,
এখানে ক্যাসেট প্লেয়ারে বাজেনা ধুমধাড়াক্কা গান;
এখানে ভোরে গান গায় হাজারো পাখি, রাতে ক্ষুধার্ত হায়েনা।
এখানে শিকারের আশায় ওৎ পেতে থাকে হিংস্র জাগুয়ার,
এখানে উৎসবে মত্ত নিশাচর পৃথিবী।
এখানে অন্ধকারের দূর্গ গড়ে আকাশছোঁয়া বৃক্ষ,
এখানে পাহাড়ের চূড়ায় চূড়ায় বন্দী নগ্ন পৃথিবীর অশ্লীলতা।
এখানে নেই প্রাত্যহিক সীমাবদ্ধতা।

এখানে আমি যখন তখন সবুজ ঘাসে পা বিছিয়ে স্বপ্নদৃশ্য আঁকতে পারি।
ইচ্ছে হলেই প্রতিযোগিতায় মাততে পারি
ক্ষীপ্র চিতার সাথে,
ইচ্ছে হলেই খুলতে পারি নবচেতনার দ্বার।

এখানে একা আমি, শুধু আমি,
প্রতিদ্বন্দী হই ঈশ্বরের।
এখানে একা আমি, শুধু আমি,
আরণ্যক এক।


২৮.১২.১৯৯৬

- - -
এটাও অনেক আগের লেখা। সেই এইচএসসি পড়ার সময়কার। তখন খুব অরণ্যবাসী হওয়ার ইচ্ছে হত মনে মনে... পুরোনো লেখাগুলো পড়লে কলেজ জীবনের অনেক স্মৃতি মনে পড়ে যায়...

ফেইসবুকে যোগ করুন

নিঃসঙ্গ

শুরুতে ছিলেনা, শেষেও না।
চলে তো যাবেই, সবাই চলে যায়,
আমি রয়ে যাই অনন্ত নিঃসঙ্গতায়...
আমিই আলফা, আমিই ওমেগা!


২৩ মে, ২০০৮

ফেইসবুকে যোগ করুন

জালছেঁড়া নদী


নাব্যতা হারালে নদী'র বুকে খাঁ খাঁ চর জাগে
জালছেঁড়া নদীও গতি হারায় পলির স্তুপে;
অথবা আমরাই পোড়াই নদী'র শ্মশান,
তার রুপালী জমিনে চিক চিক ক্রুর হাসি।

উঠোনে জাল পাতি রোদের শরীরে মেলে
লেগে থাকা আবর্জনা বাছি পরম যত্নে;
মাছ শিকারে যাবো পূর্বপুরুষের মতো,
জীবনের টানে জীবিকার টানে।

আহা! মাছেরা উদ্বাস্তু, জল নেই জালছেঁড়া নদীর বুকে;
শুন্য জাল বুভুক্ষু ভিটায় দোলে...



- - -
ছবি কৃতজ্ঞতা

মাইজদী, নোয়াখালী
১৮ মে, ২০০৮

ফেইসবুকে যোগ করুন

গোলাপী সনদ

প্রধান শিক্ষয়িত্রীর মত গাম্ভীর্য নিয়ে বললে, পরীক্ষা দিতে হবে,
পাশ নাম্বার পেলে তবেই যোগ্য মানুষের সংজ্ঞায় ফেলবে আমাকে;
আরো নানান কঠিন শর্ত, সূক্ষ্ণ প্রতিরোধ।

অদম্য উৎসাহে আজ আমি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মত পুঁজি গড়েছি,
সমাজে উঠতি মান্যগণ্য হিসেবেও নাম কামিয়েছি;
তাতে সময় লেগেছে বেশ, পরিশ্রম ও অঢেল।

পরীক্ষায় ভালো ফলাফলের প্রস্তুতিতে ব্যস্ত আমি খেয়ালই করিনি
কোন ফাঁকে তুমি প্রারম্ভিক চাহিদা পাল্টেছো, শিথিল করেছো শর্ত;
ইতোমধ্যে পরীক্ষায় আরেকজন উত্তীর্ণ ঘোষিত হয়েছে, পেয়ে গ্যাছে গোলাপী সনদ।

- - -
মাইজদী, নোয়াখালী
১৫ মে, ২০০৮

ফেইসবুকে যোগ করুন

অনেক অনল

অনল অনল বুকের অনল
চোখের অনল মনের অনল
আমার অনল তোমার অনল
আমার ভেতর তোমার অনল
তোমার ভেতর আমার অনল।

স্বপ্ন অনল কষ্ট অনল
প্রেমের অনল ঘৃণার অনল
অনেক অভিমানের অনল
অনেক চাওয়ার অনেক পাওয়ার
অনেক সুখের ভ্রষ্ট অনল।

জলের অনল ফুলের অনল
চাঁদ তারা আর রবি’র অনল
বোবা অনল নিত্য অনল
তোমার ভেতর আমার অনল
আমার ভেতর তোমার অনল।।

১৯.১১.১৯৯৬

- - -
লেখাটা ম্যালা আগের। এইচএসসি প্রথম বর্ষে পড়তাম তখন।

ফেইসবুকে যোগ করুন

অনুসংলাপ: আনাড়ী



: ওভাবে নয়, এদিকে দ্যাখো।
: যেভাবে দ্যাখালে, সেভাবেই?
: নয়তো কি! কিচ্ছু বোঝেনা! ন্যাকা!
: আচ্ছা ঠিক আছে, তাই সই।

ফেইসবুকে যোগ করুন

অভিশাপের পংক্তিমালা B-)

১৯৯৬ সালের প্রথম দিকের কথা। তখন এসএসসি পরীক্ষা দিয়েছি। রেজাল্ট হয়নি। আমরা ১০/১৫ জন বন্ধু প্রতিদিন বিকেল হলেই বেশ কয়েক ঘন্টা আড্ডাবাজিতে সময় কাটাতাম। এর মধ্যে আমাদের এক বন্ধু তার প্রতিবেশী এক মেয়ের প্রেমে পড়ে গেলো।B-) বন্ধুটি মুসলমান। মেয়েটা হিন্দু। সঙ্গত কারনে এই প্রেম হওয়ার তেমন কোন কারণই ছিলোনা! কাঁচা বয়স বলে কথা! বন্ধুটি আবেগাপ্লুত হয়ে একটা চিঠিও দিয়েছিলো মেয়েটাকে। কিন্তু মেয়েটির দিক থেকে কোন সাড়া নেই। :|

এদিকে একদিন মেয়েটির বাসার পাশ দিয়ে যাওয়ার সময় আমাদের মধ্যে কেউ একজন তীর্যক মন্তব্য ছুঁড়ে দিয়েছিলো। ফলাফল, মেয়েটার মা আমাদেরকে চ্যালাকাঠ হাতে দৌড়ানি। :P আমি অবশ্য বেশ সাহস নিয়ে হেঁটে হেঁটেই চলে এসেছিলাম। আমি আবার খুব ভদ্র টাইপ ছেলে ছিলাম তো, তাই নিশ্চিত ছিলাম আমাকে কিছু বলবেনা! তাছাড়া আমি তো কোন মন্তব্য করিনি! অন্যরা ভয়ে ভোঁ দৌড়! :D সেদিনই নিশ্চিত হওয়া গেলো এই প্রেম হওয়ার কোনই সম্ভাবনা নাই। ;)

যাই হোক, মেয়েটার কাছ থেকে কোন সাড়া না পেয়ে বন্ধুটির অব্স্থা খারাপ। আমরাও বেশ ক্ষুদ্ধ! শেষে আমি বন্ধুর দূ:খে দূ:খিত হয়ে মেয়েটিকে অভিশাপ দিয়ে মহা বিপ্লবী এক কোবতে লিখে ফেললাম! B-) অবশ্য সেটা মেয়েটিকে দেয়া হয়নি। নিজেরা নিজেরাই পড়েছিলাম। ;)

লেখাটা খুঁজে পেলাম আজ। কাগজ ছিঁড়ে শেষ অবস্থা! পুরোনো অনেক স্মৃতি মনে পড়ে গেলো। বেশ একচোট হেসে নিলাম নিজে নিজেই। :D

সবার সাথে শেয়ার করছি লেখাটা! মজা লাগারই কথা সবার! ;)


অভিশাপের পংক্তিমালা (উৎসর্গ: বন্ধু .... )

কোন এক রক্তিম গোধূলীতে ভালোবাসার কাঙাল আমি তোমাকে চেয়েছিলাম।
কোন এক ফেরারী সকালে অসহায় আমি তোমার হৃদয়ে আশ্রয় চেয়েছিলাম।
কোন এক স্বপ্নীল জ্যোৎস্নায় খোলা আকাশের নীচে
আমার চোখে চোখ রেখে বলেছিলে, ‘তুমি শুধুই আমার’।
বুঝিনি এ ছিলো তোমার অভিনয়!

আমি প্রতিবাদ করি তোমার এই নিষ্ঠুরতার,
আমি প্রতিবাদ করি তোমার এই প্রেম প্রেম খেলার,
আমি প্রতিবাদ করি তোমার এই ছলনার,
আমি প্রতিবাদ করি তোমার এই স্বার্থপরতার,
আমি প্রতিবাদ করি তোমার এই অভিনয়ের,
আমি ঘৃণা করি তোমাকে।

আমি অভিশাপ দিচ্ছি তোমায়
কখনো কেউ তোমাকে বলবেনা ভালোবাসার কথা।
আমি ‌অভিশাপ দিচ্ছি পৃথিবীর কেউ কাছে টেনে নেবেনা তোমায় কখনো।
আমি অভিশাপ দিচ্ছি
তোমাকে দেখে পৃথিবীর সমস্ত ফু‍ল লজ্জায় ঘৃণায় ঝরে যাবে,
কোন পাখি গাইবে না গান মধুর সুরে।
আমি অভিশাপ দিচ্ছি তোমায়
কোন গাছ ক্লান্ত তোমাকে দেবেনা ছায়া,
খাঁ খাঁ রোদ্দুরে কোন মেঘ তোমাকে দেবেনা ছায়া,
উত্তপ্ত দুপুরে ঠান্ডা দখিনা বাতাস তোমার শরীর ছুঁয়ে যাবেনা।
আমি অভিশাপ দিচ্ছি
এই সূর্য তোমায় দেবেনা আলো,
এই চাঁদ তোমার আকাশে ছড়াবেনা জ্যোৎস্না।
আমি অভিশাপ দিচ্ছি
রাতজাগা বিনিদ্র তোমাকে সঙ্গ দেবেনা কোন নক্ষত্র,
সঙ্গ দেবেনা কোন প্রজাপতি।
আমি অভিশাপ দিচ্ছি
তোমার সঙ্গী হবে রাতজাগা কষ্টরা,
দূঃখ হবে তোমার পোশাক
হতাশা হবে তোমার প্রসাধনী,
অনন্ত মহাকাশের মত নিঃসীম শূন্যতা হবে তোমার একান্ত বন্ধু।
আমি অভিশাপ দিচ্ছি
পৃথিবীর সমস্ত মানুষ তোমাকে ঘৃণাই করে যাবে।

২৮.৩.১৯৯৬

- - -
(শেষ খবর, মেয়েটি এখন আম্রিকা আছে। একটা সন্তানও হয়েছে। বন্ধুটি এখনো অবিবাহিত।)
B-)

ফেইসবুকে যোগ করুন

বিশ্বনাগরিক

আমাদের স্বপ্নগুলো এখন পেশাদার স্বপ্নকারিগররা দেখে;
তারপর নির্মান শেষ হলে বহুজাতিক কোম্পানী থেকে
আড়ৎদার হয়ে খুচরা বিক্রেতাদের হাতে।
আমাদের স্বপ্নগুলো এখন কিনতে পারা যায় যত খুশি,
দোকানে সাজানো থাকে আকর্ষণীয় মোড়কে।
যার যার সামর্থ্য অনুসারে নগদ মূল্যে কিনে আমরা হাসিমুখে
সব বিজয়ীর ভঙ্গিতে বাড়ি ফিরে আসি।

আমাদের ঘরবাড়ি এখন পেশাদার স্থপতি, নির্মাতারা করে দেয়,
আমরা শুধু কাঁচাপয়সা সরবরাহ করি; চাইলেই নকশার গুণে
কয়েক কাঠা জমি হয়ে উঠে একটুকরো নিউইয়র্ক অথবা ভেনিস।

আমাদের ভবিষ্যত পরিকল্পনা করে দেয় বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল;
বাস্তবায়নের অর্থ ও সুদে আসলে আদায় করে নেয় দরিদ্রের ঘামে ভেজা শ্রমে।
আমরা কাল্পনিক সুখের প্রবৃদ্ধিতে বুঁদ হয়ে থাকি।

ভিনদেশে পরাগায়ন শেষে আমাদের ফসলের বীজ এখন
কৃষকের হাতে হাতে পৌছে ট্রাকে, মালবাহী ট্রেনে করে।
আমাদের মাঠ এখন উচ্চফলনশীল উন্নয়নের জোয়ারে
উর্বরতা হারিয়ে সর্বগ্রাসী ক্ষুধা নিয়ে কৃত্রিম সার গিলতে থাকে,
আমরা দারুণ কষ্টে মাঠের ক্ষুধা মিটিয়ে সোনা রঙা ধানে গোলা ভরি।
আমাদের গোলার ধানে পরবর্তী বছরে আর শস্য গজায় না,
আমরা অপেক্ষা করতে থাকি বীজ বেচা কাবলিওয়ালাদের পথ চেয়ে।

আমাদের প্রেম এখন ভীষণ রকম যৌনগন্ধী!
টিভিতে, রেডিওতে, পত্রিকায়, হাজারো বিজ্ঞাপনে আমাদের
প্রেমের কলা-কৌশল শেখানো হয় নিয়মিত;
যেন এর আগে এই দেশে প্রেম ছিলোনা! ভুখা নাঙা মানুষ
বহুজাতিক কোম্পানী আসার আগে প্রেম করতে জানতো না!
আমরা প্রেমের ছড়াছড়িতে ডুবে যাই মুঠোফোনে।
হাঁটতে হাঁটতে প্রেম করার অভ্যাস করি, খেতে খেতে প্রেম করার অভ্যাস করি,
ঘুমাতে ঘুমাতেও প্রেম করার অভ্যাস করি,
ভাবে ভঙ্গিমায় আমরা আন্তর্জাতিক মানের প্রেমিক হয়ে উঠি।

আমাদের সংস্কৃতি নতুন নতুন পাঠ্যাভ্যাসে
সুশোভিত হয় শপিং মলে, রেস্তোরায়, মঞ্চে, গানে, নাটকে, বক্তৃতায়।
আমরা ভুলে যাই আমাদের অনেক সমৃদ্ধ স্বনির্ভর অতীত ছিলো;
গেঁয়ো গন্ধ ঝেড়ে ফেলে ধীরে ধীরে আমরা বিশ্বনাগরিক হয়ে উঠি।



- - -
মাইজদী, নোয়াখালী
৯ মার্চ, ২০০৮

ফেইসবুকে যোগ করুন

আঠারোতেই স্থির তুমি

মুখ ফুটে অথবা ঠারেঠুরে কেউ বলার আগে নিজেই টের পাই, বয়স বাড়ছে।
পেটের কাছাকাছি অঞ্চলে পুরু চর্বির ভাঁজ জমা হচ্ছে,
স্পষ্ট হয়ে উঠছে কপালের বলিরেখা,
দু' তিন তলা সিঁড়ি ভাঙতেই হাঁপিয়ে উঠি আজকাল;
তারুণ্যের শেষ সীমায় পৌছালাম প্রায়!
আরো কিছুকাল পরে পুরোদোস্তুর মাঝবয়েসী বলা যাবে অনায়াসেই।
অথচ কি আশ্চর্য! তোমার বয়স বাড়ে না;
সময়ের আপেক্ষিকতায় সেই আঠারোতেই স্থির!

অনেকদিন দেখা নেই তাই জানিনা তোমার চুল কি আগের মতই
কাঁধের কাছে ঢেউ খেলানো! না কি লম্বা করেছো সযত্নে!
তোমার ডান গালের তিলটা এখনো চোখে ভাসে, চিবুকের কাছাকাছি তিলটাও।
মনে পড়ে, আয়েশি ভঙ্গিতে তোমার হেঁটে আসা;
তুমি অনন্তকাল ধরে আমার স্বপ্নে হেঁটে আসতে থাকো... হেঁটে আসতে থাকো...

ঢেকে রাখা সবুজ ঘাসও রঙ পাল্টায়
আলোর অভাবে হয় ক্লোরোফিলবিহীন ফ্যাকাশে সাদা।
আজকাল মাঝে মাঝে আনমনে ভাবি,
তোমার প্রতি তীব্র ভালোবাসার প্রকাশ কি এমনটিই থাকবে সময়ের ব্যবধানে?
আরো কিছুকাল পরে যখন চুলে পাক ধরবে, মাঝবয়েসী থেকে বৃদ্ধ হবো,
প্রাকৃতিক অলঙ্ঘনীয় নিয়মে বাঁধা সেই কামনা বিবর্জিত সময়ে
তোমার প্রতি ভালোবাসা তারুণ্যের সময়কার মতই কি উচ্‍ছ্বাসে পরিপূর্ণ থাকবে?

এখন যেমন ইচ্ছে করে রুপকথার গল্পের মত পঙ্খীরাজ ঘোড়ায় চেপে
উদ্ধার করে আনি রাক্ষসরাজ্য থেকে, পাওয়ার আনন্দে জড়িয়ে ধরে কষে চুমু খাই নরম ঠোঁটে;
সেই সময়ে সমপরিমান তৃষ্ণা নিয়ে বার্ধক্যের ভারে নতজানু আমি
কন্যার বয়সী অষ্টাদশী তোমার প্রতি তারুণ্যের মত করেই প্রেমের দূর্দমনীয় টান অনুভব করবো!
নাকি বৃদ্ধাবস্থায় ভালোবাসা রুপান্তরিত হয় নিখাদ স্নেহে!

তোমার চলে যাওয়া এখনও শত চেষ্টাতেও মেনে নিতে পারি নি; পারি না।
অনুজের ভুলগুলো যেমন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে হেসে উড়িয়ে দেয় অগ্রজ,
তেমনি নিরাসক্ত দৃষ্টিতে তখন কি সবকিছুই ক্ষমা করে দেবো?
প্রাচীন বৃদ্ধের মত প্রতিদানের আশা না করেই ছায়া হয়ে থাকবো?

অবসরের বিলাসিতা পেলেই আজকাল কথাগুলো মনে হয়।
আর ভাবি, বুড়ো হওয়ার আগেই একটিবার যদি তোমার দেখা পেতাম!
যদি স্মৃতিপটে হালনাগাদ করে নিতে পারতাম পরিবর্তিত ছবিটুকু!

আরেকবার দেখা পাওয়ার সম্ভাবনাহীন তুমি আঠারোতেই স্থির থেকে যাও,
আর আমি বুড়িয়ে যাই প্রতিদিন একটু একটু করে...




মাইজদী, নোয়াখালী
৮ মে, ২০০৮

ফেইসবুকে যোগ করুন

অনুসংলাপ: মনে পড়ে? পড়ে!


: তোমাকে আমার একটুও মনে পড়ে না
: কি বললে? যাও, তোমার সাথে কোনো কথা নাই
: আহা! পুরোটা শোনোই না-
শুধু প্রতিবার যখন নিঃশ্বাস ফেলি, তখন মনে পড়ে।





- - -
মাইজদী, নোয়াখালী
৪ মে, ২০০৮

*ছবি সূত্র

ফেইসবুকে যোগ করুন

গন্তব্য

শেষ বিকেলে তিন বন্ধু সুর্যাস্তের কাছাকাছি
উঁচু পাহাড়টাতে এসে দাঁড়ায়।
প্রথম যুবক একবার তাকিয়েই উত্তর দিকে চলার সিদ্ধান্ত নেয়;
‘উত্তরের সমতল শহরটাই বসবাসের জন্য উত্তম হবে’ স্বগতোক্তি করে
কারো মতামতের অপেক্ষা না করেই পা বাড়ায়।

দ্বিতীয় যুবক দক্ষিণের উপত্যকার আলো ঝলমল শহরের দিকে তাকিয়ে বলে,
‘আরাম আয়েশের জন্য উপযুক্ত শহরের খোঁজ পেয়ে গ্যাছি’।
অবশিষ্ট সঙ্গীর পানে একবারও না তাকিয়ে
পাহাড়ী আঁকাবাঁকা পথ বেয়ে নামতে থাকে।

তৃতীয় যুবক ঠায় দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ,
শেষ বারের মত অস্তগামী সুর্যের দিকে তাকিয়ে
পেছন ফিরে চলতে শুরু করে
ফেলে আসা নিঝুম বাড়ী’র পথে।



মাইজদী, নোয়াখালী
২ মে, ২০০৮

ফেইসবুকে যোগ করুন

সবকিছুই বেঁকে যায়

তুমি বেঁকে যাও প্রতিনিয়ত;
হাসতে হাসতে বেঁকে যাও
চলতে চলতে বেঁকে যাও
ঘুরতে ফিরতে বেঁকে যাও।

খুনসুঁটিতে বেঁকে যাও,
রাগে দূঃখে বেঁকে যাও
অভিমানে অনুরাগে বেঁকে যাও
শুতে বসতেও বেঁকে যাও।

ছলনার সময় বেঁকে যাও
অভিনয়ের সময় বেঁকে যাও
সংলাপের সময় বেঁকে যাও
মুঠোফোনে কথা কও বেঁকিয়ে।

রণে বেঁকে যাও
রমণে বেঁকে যাও
ঝগড়ায় বেঁকে যাও
উঠতে বসতে বেঁকে যাও।

আজন্ম ঘাঁড় বাঁকানো তোমার স্বভাব,
কথার পিঠে কথা বাঁকাতে বাঁকাতে
শরীরের বাঁকে বাঁকে মুগ্ধতা ছড়িয়ে
সরল মনের আমাকেও বেঁকিয়ে ফ্যালো।

না, এ তোমার দোষ নয়;
নয় জীনগত ত্রুটি।
তুমিতো বাঁকবেই;
স্থান-কালের বক্রতায়
সবকিছুই বেঁকে যায়!


- - -
মাইজদী, নোয়াখালী
২৮ এপ্রিল, ২০০৮

ফেইসবুকে যোগ করুন

খুব ইচ্ছে করে খাতার জমিনে আজ কবিতা আঁকি

ধবধবে সাদা জমিনে কৃষ্ণ রঙের ছোঁয়া,
মূর্ত হয়ে ওঠে বিমূর্ত যত কথামালা।
এক অক্ষর দু'অক্ষর করে পুরো একটা লাইন,
এক লাইন দু'লাইন করে পুরো একটা কবিতার শরীর।
শব্দের নান্দনিক বিন্যাসে মোহনীয় ভাবনা প্রকাশের সৃষ্টিশীল খেলা
মন্ত্রমুগ্ধের মত ব্যস্ত রাখতো অবসরের ক্ষণ!

কখনো প্রজাপতি ভাবনাগুলো বর্ণমালার গায়ে ভর করে
গুণগুণ করে ওঠা কানের কাছে,
কখনো বোঝা না বোঝার মাঝামাঝি অপার্থিব ভাবনা
শব্দের সঙ্গমে ক্রমশ স্পষ্ট হয়ে ওঠা নিজের কাছে;
জন্ম দেয় আনকোরা নতুন কবিতার।

কত প্রহর কেটেছে লাল নীল হলুদ পাতায় মায়াভরা চিত্রকল্পের সন্ধানে
মস্তিষ্কের ঝড়ে টালমাটাল দূঃসাহসিক অভিযানে!

খাতায় কাটাকুটি করে অজস্রবার ভুল বানানে
শুদ্ধতার কলম ছোঁয়ানো অথবা কিছু শব্দ এদিক ওদিক করে
নরম কাদামাটির দিয়ে পছন্দসই প্রতিমা গড়ার মত
প্রিয় পংক্তিমালা নির্মানের প্রচেষ্টা হয়ে ওঠে না অনেকদিন।

এখন লেখার জন্য আকর্ষণীয় প্রোগ্রাম আছে ব্যক্তিগত কম্পিউটারে,
রয়েছে কাটাকুটির ঝামেলাবিহীন লেখা প্রতিস্থাপনের অবারিত সুযোগ।
'কাকের ঠ্যাং বকের ঠ্যাং' - এর মত পঁচা হাতের লেখা বলে
ঘনিষ্ট সহপাঠী কিম্বা বন্ধুদের খ্যাঁপানোর সুযোগ নেই।
মন ছুঁয়ে যাওয়া কাব্যিক হস্তাক্ষরের জন্য প্রলুব্ধ হওয়ার মত
একাধিক যান্ত্রিক লিপি সাজানো থাকে প্রতীক হয়ে।
আছে রঙের নাম না জেনে
সারা জীবনে ক্যানভাসে একটিও তুলির আঁচড় না কেটে
প্রতিভাবান শিল্পীর মত আল্পনা আঁকার ডিজিটাল সুবিধা।
আকর্ষণীয় যৌনগন্ধী উপস্থাপনার জন্য আন্তর্জালের ভাঁড়ারে আছে
কোটি কোটি আলো-ছায়ার পরাবাস্তব ফ্রেম।

তবু কেন জানি ইচ্ছে করে নিজের মত করে
জোগাড় করা এক টুকরো পুরোনো কাগজে
কলমের তুলিতে শব্দ জোড়া দিই,
কাটাকুটির খেলায় হঠাৎ আবিস্কারের আনন্দে শৈল্পিক আল্পনা আঁকি,
খসড়া শেষ হলে পর পরিস্কার ধবধবে দুধ রঙা কাগজে
খুব যত্নে করি নির্বাচিত প্রিয় শব্দগুচ্ছের প্রতিস্থাপন।

কি-বোর্ডে দশটি আঙুলের ঠোকাঠুকি নয়,
খুব ইচ্ছে করে, খাতার জমিনে আজ কবিতা আঁকি!



- - -
মাইজদী, নোয়াখালী
২৬ এপ্রিল, ২০০৮


* ছবি সূত্র

ফেইসবুকে যোগ করুন

উত্তর

এমন নয়,
আমি তোমাকে ভালোবাসার অনন্য
উপমা শোনাতে এসেছি;

এমনও নয়,
আমি তোমার জন্য কিছু
ফুল নিয়ে এসেছি;

আমি শু‌ধু বলতে এসেছি,
তোমার হাসি বিস্মৃত এক
কবিতার কথা স্মরণ করিয়ে দেয়।


- - -
২৯.১২.১৯৯৬

* ছবিসূত্র

ফেইসবুকে যোগ করুন

কুসংস্কার

প্রাচীন বৃদ্ধরা প্রায়ই সতর্ক করেন,
'সাবধানে থাকবি। যাত্রা শুভ অশুভ দেখে চলবি।'
আমি সাবধানেই থাকি।
কুসংস্কার মনে হলেও, অনেক কিছুই
মেনে চলি, চলতে চেষ্টা করি।

প্রথম যেদিন আমাদের দেখা হলো,
একসাথে হাঁটছি তুমি আমি,
অকস্মাৎ যাত্রা শুরুর ক্ষাণিক পরেই জুতোর একটা টানা ফিতা
ছিঁড়ে গ্যালো তোমার,
তাতে পুরো জুতোটি অকেজো হয়নি অবশ্য,
শুধু মনের মধ্যে ছোট্ট একটা কাঁটা বিঁধে গ্যালো।
আদিম রক্তে বয়ে আনা কুসংস্কারের তীর
ঠিকই বিদ্ধ করছিলো থেকে থেকে।
যাত্রা কি শুভ হলো! যাত্রা কি শুভ হলো!

তবু বারে বারে নিজের মনেই প্রবোধ দিয়েছিলাম,
ও কিছু নয়, এমনটি হতেই পারে!
একবিংশ শতাব্দীর সুপারসনিক গতির জীবনে
শুধু নির্বোধরাই শুভ অশুভ চিন্তা করে,
বাকিরা এগিয়ে যায় দূরন্ত গতিতে।

আমি নির্বোধ হতে চাইনি। তাই ইতিবাচক ভাবনায়
উড়িয়ে দিয়েছিলাম শংকা। জোর কদমে এগোতে চেয়েছি সামনে।

সেই যে হোঁচট খেলাম, যাত্রা আর গন্তব্যে পৌঁছুলো না!



মাইজদী, নোয়াখালী
১৮ এপ্রিল, ২০০৮

ফেইসবুকে যোগ করুন

বৈশাখের এই তপ্ত দুপুরে

বৈশাখের এই আমপাকা তপ্ত দুপুরে ঘর্মাক্ত আমি;
থার্মোমিটারে মাপলে স্বাভাবিকের চেয়ে বেশি,
জ্বরের কাছাকাছি তাপমাত্রাই পাওয়া যাবে নিশ্চিত।
এই অসহ্য দুপুরে জ্বরতপ্ত ঘোরলাগা চোখে
আমি তোমার পাশে থাকতে চাই।
তোমার কাছাকাছি এলে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে
দুই ডিগ্রী বেশি বাড়ে, কমে না।
ঘর্মাক্ত দেহে মিলেমিশে
তবু আমি তোমার পাশেই থাকতে চাই।

গরম দিয়ে কি গরম কাটাকাটি হয়?
উষ্ণতা দিয়েই উষ্ণতা সইতে হয়!

তপ্ত বৈশাখের এই ক্লান্ত দুপুরে
বিন্দু বিন্দু ঘাম জমা
তোমার মায়াবী শরীরে শরীর রেখে
আমি ভাতঘুম দিতে চাই।



- - -
মাইজদী, নোয়াখালী
২২ এপ্রিল, ২০০৮

ফেইসবুকে যোগ করুন

রাতের কার্ণিভালে

আকাশ উন্মুক্ত হয় রাতের কার্ণিভালে
নীল শাড়ী খুলে সাজে কৃষ্ণ নগ্নিকা
মিটিমিটি হাসে সত্তর হাজার মাতাল।




ঢাকা
১২ এপ্রিল, ২০০৮

ফেইসবুকে যোগ করুন

এসেছে নববর্ষ

সময়ের সুদীর্ঘ পথ বেয়ে
মহাকালের কার্ণিশ ধরে
আবার এসেছে নতুন বছর।
তিক্ততার, ঘৃণার, কষ্টের, সুখ-দূঃখের
বছরটিকে পেছনে ফেলে
উত্তপ্ত গ্রীষ্ম শেষে দখিনা বাতাসে ভর করে আসা মেঘের মত
আনকোরা নতুন আশা নিয়ে এসেছে নববর্ষ।

এ বছরও হয়তো কাটবে পৃথিবী জুড়ে মানবতার অপমানে,
ক্ষুধায়, যন্ত্রণায়, মৃত্যুতে,
নেতাদের ফাঁকা বুলিতে;
তবুও বেঁচে আছি
তবুও হয়তো বেঁচে থাকবো
প্যান্ডোরার বাক্স আঁকড়ে ধরে
অন্তহীন আশা নিয়ে..



---
লেখাটি অনেক আগের। যখন এইচএসসি পড়তাম, তখনকার।মূল লেখাটি এই মুহুর্তে খুঁজে পাচ্ছি না। তবে এখনো মুখস্ত আছে! সেই সময়ের অনেক লেখাই কি করে যেন মনে আছে এখনো। যদিও আজকাল অনেক কিছুই মনে থাকে না!!! :P

ফেইসবুকে যোগ করুন

একদা ঘুমিয়ে ছিলাম (উৎসর্গ: রাশেদ)

একদা ঘুমিয়ে ছিলাম;
ভোরের প্রতীক্ষায়
ঘুম ভেঙেছিলো বারে বারে,
আবার ঘুমিয়ে পড়েছিলাম নিয়মিত বিরতিতে।

ঘুম ভাঙছিলো বারে বারে
ভোরের আলো দেখবো বলে;
পর্দা সরানোই ছিলো,
জানালায় আলোর অনুপস্থিতিতে
আবারও ঘুমিয়ে পড়ছিলাম নিয়মিত বিরতিতে।

একদা ঘুমিয়ে ছিলাম দীর্ঘক্ষণ
আলোর অনুপস্থিতিতে
চোখ বুজে আসছিলো বারে বারে।

একদা আমার ভোর হয়েছিলো অনেক বেলা গড়িয়ে;
ঘন মেঘের আড়ালে টেরই পাইনি কখন হয়েছে ভোর!
বারে বারে চোখ মেলে ফর্সা আলো না দেখে
ঘুমিয়ে পড়ছিলাম নিয়মিত বিরতিতে...


ঢাকা
৯ এপ্রিল, ২০০৮

ফেইসবুকে যোগ করুন

তুমি নেই

ঘুম ভেঙে দেখি
তুমি নেই।
তুমি যে নেই, এই সত্যটি প্রতিদিনই ভুলে যাই;
তাই প্রতিভোরে জেগে উঠে কষ্ট পাই,
ভাবি, তুমি পাশে নেই।

তুমি নেই তুমি নেই,
শত বার প্রার্থনা শ্লোকের মত আওড়াই,
যেমন স্কুল জীবনে পরীক্ষায় আসবেই - প্রায় নিশ্চিত অনুমানে
গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর মুখস্থ করার সর্বোচ্চ চেষ্টা করতাম।

হায়, বৃথাই পন্ডশ্রম!
রাত শেষে ঘুম ভাঙলে
পরবর্তী ভোরের আগেই ভুলে যাওয়ার জন্য
মনে পড়ে, তুমি নেই, পাশে নেই।



- - -
মাইজদী, নোয়াখালী
২৯ মার্চ, ২০০৮


ছবি সূত্র

ফেইসবুকে যোগ করুন

ফিরবো না আর

এতদিন পর যদি সুমতি হয়
তবে নিশ্চিত জেনো, ফিরে আসার বন্ধুর পথ পেরিয়ে
ঠিক পৌছে যাবো তোমার দরজায়।
টোকা মেরে তিনবার
পৌছে দেবো আগমনী বার্তা আমার।

যদি এরই মাঝে
গড়ে নিয়ে থাকো অলঙ্ঘনীয় চৌকাঠ;
আমি প্রাচীন পারাবারে হেঁটে বেড়াবো
মানুষ আবিষ্কারের খোঁজে,
ভালোবাসাহীন দেশে ফিরবো না আর
নির্মোহ মিশে যাবো প্রান্তিক জনারণ্যে।

পাললিক মন ছুঁয়ে গেলে ধ্যানমগ্ন সিদ্ধার্থের শরীর
কসম মাটির, ফিরবো না আর...



২৮ মার্চ, ২০০৮

ফেইসবুকে যোগ করুন