rss

বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০০৮

তুমি নেই

ঘুম ভেঙে দেখি
তুমি নেই।
তুমি যে নেই, এই সত্যটি প্রতিদিনই ভুলে যাই;
তাই প্রতিভোরে জেগে উঠে কষ্ট পাই,
ভাবি, তুমি পাশে নেই।

তুমি নেই তুমি নেই,
শত বার প্রার্থনা শ্লোকের মত আওড়াই,
যেমন স্কুল জীবনে পরীক্ষায় আসবেই - প্রায় নিশ্চিত অনুমানে
গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর মুখস্থ করার সর্বোচ্চ চেষ্টা করতাম।

হায়, বৃথাই পন্ডশ্রম!
রাত শেষে ঘুম ভাঙলে
পরবর্তী ভোরের আগেই ভুলে যাওয়ার জন্য
মনে পড়ে, তুমি নেই, পাশে নেই।



- - -
মাইজদী, নোয়াখালী
২৯ মার্চ, ২০০৮


ছবি সূত্র

ফেইসবুকে যোগ করুন