rss

বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০০৮

আষাঢ়ের কাছে অনুরোধ

কাপড় ধুয়েছি সেই সাত সকালে;
এখন বেলা গড়িয়ে দুপুর, তবু শুকাচ্ছে না শার্ট।
আমি যে আজ কথা দিয়েছি, ঠিক পাঁচটায়
দেখা হবে তার সাথে আমার।

বৈশাখের অনেক উত্তপ্ত দিন পেরিয়ে
মায়াবী রাজকন্যা অবশেষে সম্মতি দিয়েছে।
দূরালাপনীর দূরুত্ব পেরিয়ে নির্ঘুম উত্তেজনার
অবসান হবে আজ, হবে প্রথম চোখের দেখা।

কড়া ইস্ত্রি করা পরিস্কার কেতাদুরুস্ত পোশাকে
দামী সুগন্ধী মেখে আজ আমি যাবো তার কাছে।
মাস খরচার টাকা শেষ হয়েছে আগেই; ধার কর্জ করে
বুক পকেটে যত্ন করে রেখেছি কড়কড়ে পাঁচশত টাকা।

আজ এই বরষার ছায়া ছায়া মেঘলা দিনে
আষাঢ়ের কাছে অনুরোধ--
হে বিরহী আষাঢ়, অন্তত আজকের দিনে ফিরিয়ে নাও
তোমার মেঘদল; রৌদ্র খেলা করুক খোলা উঠোনে।
আমার কাপড় শুকাতে দেরি হচ্ছে...



- - -
মাইজদী, নোয়াখালী
২২ জুন, ২০০৮


* ছবি কৃতজ্ঞতা

ফেইসবুকে যোগ করুন

1 টি মন্তব্য:

admin on ২৮ জুলাই, ২০০৮ এ ৩:৩৯ PM বলেছেন...

১. ২২ শে জুন, ২০০৮ রাত ১১:০৮
comment by: রাতিফ বলেছেন: ওহ! দারুণ মুকুল ভাই!
২২ শে জুন, ২০০৮ রাত ১১:১১

লেখক বলেছেন: থ্যাঙ্কু রাতিফ :) :)
২. ২২ শে জুন, ২০০৮ রাত ১১:০৯
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: খাইসে !! ঘটনা কি সত্য নাকি !!!
২২ শে জুন, ২০০৮ রাত ১১:১২

লেখক বলেছেন: আমি পড়ছি সমস্যায়!!! যাই লিখি, পোলাপাইন মনে করে সত্য ঘটনা! :|
৩. ২২ শে জুন, ২০০৮ রাত ১১:১১
comment by: আরিফ থেকে আনা বলেছেন: মুকুল ভাই, অনেক অনেক সুন্দর হইসে :)
২২ শে জুন, ২০০৮ রাত ১১:১৩

লেখক বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ। :)
৪. ২২ শে জুন, ২০০৮ রাত ১১:১৩
comment by: সবাক বলেছেন:
আমারে ফোন কইরেন, রেড়িমেড জামা নিয়া যামুনে......




(আমাকে তো ভুল খাইলেন:()
২২ শে জুন, ২০০৮ রাত ১১:১৫

লেখক বলেছেন: রেডিমেট কিন্তে ট্যাকা লাগে! ;)

ভুলি নাইরে ভাই। এক্টু সময় দ্যান পড়ার!
৫. ২২ শে জুন, ২০০৮ রাত ১১:১৬
comment by: সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: দারুণ!!!
এক্কেরে হাচা কতা
২২ শে জুন, ২০০৮ রাত ১১:১৮

লেখক বলেছেন: থ্যাঙ্কু নিশা। :)


(আপনার জীবনেও ঘটছে মনে হয়!!!) ;)
৬. ২২ শে জুন, ২০০৮ রাত ১১:১৬
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: সবই বয়সের দোষ দোস্ত । তয় কবিতা চমৎকার হৈছে ।
২২ শে জুন, ২০০৮ রাত ১১:১৯

লেখক বলেছেন: থ্যাঙ্কু দোস্ত। তোমারে মিস করি। শুনছি তুমি খুব ঝামেলায় গেছো কয়েকদিন। ঝামেলা মিটছে?
৭. ২২ শে জুন, ২০০৮ রাত ১১:১৭
comment by: তানজু রাহমান বলেছেন: মুকুল ভাই...ফ্যানটাস্টিক হইসে! আগে মনযোগ দিয়ে কবিতা পড়তাম না...এখন দেখি বিশাল মিস্ করসি!
২২ শে জুন, ২০০৮ রাত ১১:২০

লেখক বলেছেন: কবিতার পাঠক অবশ্য এম্নিতেই কম! পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকুন। শুভেচ্ছা। :)
৮. ২২ শে জুন, ২০০৮ রাত ১১:১৮
comment by: ফকির ইলিয়াস বলেছেন: ওয়াও ..

আমি ও আষাঢ়ের সাথে কথা বলতে চাই
কিছু কথা আছে আমারও বলার ,
কিছু ভুল মুছে দিয়ে
কিছু ফুল তুলে নিয়ে
ভাসিয়ে পথ, নতুন করে চলার ..............
২২ শে জুন, ২০০৮ রাত ১১:২১

লেখক বলেছেন: আমি বলছি ওয়াও! :)

আপনার লাইনগুলো খুবই চমৎকার। অনেক ধন্যবাদ ইলিয়াস ভাই। শুভেচ্ছা নিবেন। :)
৯. ২২ শে জুন, ২০০৮ রাত ১১:১৮
comment by: সবাক বলেছেন:
টেকার কথ্যাতো মনে আছিলনা :(
২২ শে জুন, ২০০৮ রাত ১১:২২

লেখক বলেছেন: টাকাই প্রধান সমস্যা! ;)
১০. ২২ শে জুন, ২০০৮ রাত ১১:২০
comment by: ফকির ইলিয়াস বলেছেন: আমার কাপড় শুকাতে দেরি হচ্ছে ..

একটি পংক্তি ই যথেষ্ট , মুকুল ভাই ।
২২ শে জুন, ২০০৮ রাত ১১:২৪

লেখক বলেছেন: তাইতো!

এখন কি করবো ইলিয়াস ভাই? লিখেই তো ফেলেছি! বাদ দিয়ে নেবো নাকি? নাকি থাকবে শেষ লাইন? থাকনা কিছুটা অগোছালো!
১১. ২২ শে জুন, ২০০৮ রাত ১১:২৭
comment by: ফকির ইলিয়াস বলেছেন: (এটা আমার ব্যক্তিগত মত )

শেষ লাইন টা বাদ দিলেই কবিতাটি
বেশী মনোগ্রাহী হবে।
২২ শে জুন, ২০০৮ রাত ১১:৩০

লেখক বলেছেন: ইলিয়াস ভাই,
আসলে আপনার কাছ থেকে অনেক কিছুই শিখছি। এখুনি শেষ লাইনটা বাদ দিচ্ছি। আপনার মূল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ। :)
১২. ২২ শে জুন, ২০০৮ রাত ১১:৩২
comment by: লাল দরজা বলেছেন: মুকুল মনে হয় হুকনা পিরিত ভাল পায়, আরে মিয়া বৃষ্টি ভেজা পিরিতের সাথে আর কোন কিছুর তুলনা করা যায় নাকি! সেই গান শোনেন নাই! "এক বরষার বৃষ্টিতে ভীজে দুটি মন আজ জলে ভাসল... "
২২ শে জুন, ২০০৮ রাত ১১:৩৪

লেখক বলেছেন: ভাই সাহেব, একসাথে ভিজতে আপত্তি নাই। কিন্তু ভেজা কাপড় নিয়াতো আর আরেকজনের সামনে যাওনা যায় না! ;)
১৩. ২২ শে জুন, ২০০৮ রাত ১১:৩৪
comment by: রাঙা মীয়া বলেছেন: দারূন + সময়োচিত
২২ শে জুন, ২০০৮ রাত ১১:৩৬

লেখক বলেছেন: হা হা হা। সময়োচিত কমেন্টের জন্য ধন্যবাদ। শুভেচ্ছা। :)
১৪. ২২ শে জুন, ২০০৮ রাত ১১:৪২
comment by: মাজুল হাসান বলেছেন: মায়াবী রাজকন্যা অবশেষে সম্মতি দিয়েছে

.....

মুগ্ধতা ধরে রাখা কঠিন, যেমন ফুলের সৌরভ.....
রাজকন্যার সম্মতি লালন করার তৌফিক বজায় থাক.... কাপড়গুলো শুকিয়ে যাক তাড়াতাড়ি
...... আমিন, সুম্মামিন
২৩ শে জুন, ২০০৮ রাত ১২:০৩

লেখক বলেছেন: আমিন, সুম্মামিন :)
১৫. ২২ শে জুন, ২০০৮ রাত ১১:৪৭
comment by: সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: কি আর কইতাম:( :(
২৩ শে জুন, ২০০৮ রাত ১২:০৭

লেখক বলেছেন: সব দেখি একই কেস :(
১৬. ২৩ শে জুন, ২০০৮ রাত ১২:০২
comment by: উত্তরাধিকার বলেছেন:
মুকুল,

খুব ভাল হইছে ভাই।
চমৎকার প্রকাশ।

আমিও গলা মেলালাম-
হে বিরহী আষাঢ়, অন্তত আজকের দিনে ফিরিয়ে নাও
তোমার মেঘদল; রৌদ্র খেলা করুক খোলা উঠোনে।
:)
২৩ শে জুন, ২০০৮ রাত ১২:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ প্রিয় উত্তরাধিকার :)
১৭. ২৩ শে জুন, ২০০৮ রাত ১২:১০
comment by: কালপুরুষ বলেছেন: ভাল লাগলো। দৈনন্দিন জীবনের সাধারণ কোন ঘটনাও কবিতাকে অসাধারণ এক মাত্রা দিতে পারে। নতুনত্বের স্বাদ পেলাম।
২৩ শে জুন, ২০০৮ রাত ১২:১২

লেখক বলেছেন: ধন্যবাদ কালপুরুষ দা। শুভেচ্ছা। :)
১৮. ২৩ শে জুন, ২০০৮ রাত ১২:১৩
comment by: আহমাদ মোস্তফা কামাল বলেছেন: 'হে বিরহী আষাঢ়, অন্তত আজকের দিনে ফিরিয়ে নাও
তোমার মেঘদল; রৌদ্র খেলা করুক খোলা উঠোনে।
আমার কাপড় শুকাতে দেরি হচ্ছে...'

বড় ভালো লাগলো, মুকুল।

[বেচারা আষাঢ়! নিজের বিরহ ভুলতে হবে কবির মিলনের জন্য! এই না হলে কবি!]
২৩ শে জুন, ২০০৮ রাত ১০:৩১

লেখক বলেছেন: আপনার কমন্টে পড়ে খুব ভালো লাগলো কামাল ভাই। :)

কবির জন্য শুধু আষাঢ় কেন, পুরো প্রকৃতিই ভুলবে! ;)
১৯. ২৩ শে জুন, ২০০৮ রাত ২:৫০
comment by: ফারহান দাউদ বলেছেন: ওয়ে ওয়ে ওয়া! সেইরকম:)
২৩ শে জুন, ২০০৮ রাত ১০:৩২

লেখক বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ :) :) :)
২০. ২৩ শে জুন, ২০০৮ রাত ৩:০১
comment by: চিটি বলেছেন: হে বিরহী আষাঢ়, অন্তত আজকের দিনে ফিরিয়ে নাও
তোমার মেঘদল; রৌদ্র খেলা করুক খোলা উঠোনে।
আমার কাপড় শুকাতে দেরি হচ্ছে...........।অসাধারণ লিখেছেন মুকুল।

মুগ্ধতা রেখে গেলাম..................

শুভেচ্ছা থাকলো।
২৩ শে জুন, ২০০৮ রাত ১০:৩৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ চিটি। ভালো থাকবেন। শুভেচ্ছা। :)
২১. ২৩ শে জুন, ২০০৮ ভোর ৬:১৮
comment by: আসিফ আহমেদ বলেছেন: মেঘ কথা ঠিকঠাক রেখেছিলো তো?

অনেক ভালো লাগলো আপনার এই কবিতাটা।
২৩ শে জুন, ২০০৮ রাত ১০:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। :)

মেঘ আমার সাথে কথা রাখুক কিম্বা না রাখুক, সত্যিকারের প্রেমিকের সাথে রাখলেই সার্থক। :)
২২. ২৩ শে জুন, ২০০৮ সকাল ১১:৩৫
comment by: হাবীব ইমন বলেছেন: পরিচ্ছন্ন।
ছুঁয়ে যাওয়ার মতো ...
২৩ শে জুন, ২০০৮ রাত ১০:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ ইমন। কেমন আছো এখন। শরীর ভালো? ভালো থেকো। শুভকামনা।
২৩. ২৩ শে জুন, ২০০৮ রাত ১০:২১
comment by: রেটিং বলেছেন: কি বলব, অনেক অনে কভাল লাগল মুকুল ভাই, টাকা ধার করেও হলে ঠিক যাওয়া চাই সেখানে :)
২৩ শে জুন, ২০০৮ রাত ১০:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ রেটিং ভাই। :)

প্রয়োজনে কিছু বিক্রি করে হলেও ডেটিং মিস করা যাবে না! ;)
২৪. ২৩ শে জুন, ২০০৮ রাত ১০:২৮
comment by: ইরতেজা বলেছেন: খুব ভালো লেগেছে মুকুল।
২৩ শে জুন, ২০০৮ রাত ১০:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ ইরতেজা ভাই। আপনার নতুন লেখা কৈ?
২৫. ২৩ শে জুন, ২০০৮ রাত ১০:৪৩
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: কবিতার শিরোনাম দেখে মনে হলো..........এইটা তোমার লেখা কবিতার শিরোণাম।

দারুণ লিখেছো..........
"আজ এই বরষার ছায়া ছায়া মেঘলা দিনে
আষাঢ়ের কাছে অনুরোধ--
হে বিরহী আষাঢ়, অন্তত আজকের দিনে ফিরিয়ে নাও
তোমার মেঘদল; রৌদ্র খেলা করুক খোলা উঠোনে।
আমার কাপড় শুকাতে দেরি হচ্ছে..."

খুব খুবই ভালো লিখেছো........
অনেক শুভেচ্ছা ।

২৩ শে জুন, ২০০৮ রাত ১০:৪৮

লেখক বলেছেন: ভালো বলেছো। এটা হলো মনের টান। তাই শিরোনাম দেখলেই বোঝা যায়। আমিও তোমার লেখার স্টাইল দেখলেই বুঝি- তোমার লেখা। একবার মনে আছে, সচলে তোমার একটা লেখায় কমেন্ট করেছিলাম? :)
২৬. ২৩ শে জুন, ২০০৮ রাত ১০:৪৭
comment by: চিকনমিয়া বলেছেন: কোবতেডা পড়চি
ভালাই তো হইচে:)
২৩ শে জুন, ২০০৮ রাত ১০:৪৯

লেখক বলেছেন: চিকনার কি খবর? বিয়া শাদীর বিষয়ে কদ্দুর আগালো? ;)
২৭. ২৩ শে জুন, ২০০৮ রাত ১১:১০
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: ঠিক বলেছো.......।মনের টান.........
সচলে যাওয়া হয়না আর।
ভালো থাকো।কবিতাটা আবার পড়ে গেলাম।
২৩ শে জুন, ২০০৮ রাত ১১:১১

লেখক বলেছেন: সচল খুব স্লো সাইট বলে আমিও সাধারণত যাই না। ভালো থেকো।
২৮. ২৩ শে জুন, ২০০৮ রাত ১১:১৪
comment by: চিকনমিয়া বলেছেন: খবর নাইরে:( আফসুস:(
২৩ শে জুন, ২০০৮ রাত ১১:১৬

লেখক বলেছেন: আহালে!!! :(

হতাশ হৈয়ো না বীর। আবার চেষ্টা করো! স্বাস্থ্য আরেকটু ভালো করার চেষ্টা করো!
২৯. ২৪ শে জুন, ২০০৮ রাত ১২:১৭
comment by: মোস্তাফিজ রিপন বলেছেন: ভাল লাগল। কালিদাস থেকে আজ অব্দি কতভাবেই না কবিরা মেঘকে দেখছে।
২৪ শে জুন, ২০০৮ রাত ৯:৫৮

লেখক বলেছেন: মেঘ নিয়ে লিখেনি এমন লেখক আসলেই বিরল! :)

ধন্যবাদ। শুভেচ্ছা।
৩০. ২৪ শে জুন, ২০০৮ ভোর ৪:২৯
comment by: রাশেদ বলেছেন: খাসা কোবতে!
২৪ শে জুন, ২০০৮ রাত ১০:০১

লেখক বলেছেন: থ্যাঙ্কু দোস্ত :) :) :)
৩১. ২৪ শে জুন, ২০০৮ দুপুর ২:২৭
comment by: প্রাকৃত বলেছেন: আইরে!

দারুণ একটা কবিতা লিখছেন মুকুল ভাই।

ভাল লাগলো খুব!
২৪ শে জুন, ২০০৮ রাত ১০:০৪

লেখক বলেছেন: ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। ভালো থাকুন। শুভেচ্ছা। :) :)
৩২. ২৪ শে জুন, ২০০৮ রাত ৯:৫৪
comment by: মানুষ বলেছেন: মুকুল ভাই দি গ্রেট
২৪ শে জুন, ২০০৮ রাত ১০:০৯

লেখক বলেছেন: এভাবে বইলা শরম দিয়োনা মানু! :``>>
৩৩. ২৪ শে জুন, ২০০৮ রাত ১০:০০
comment by: অশোক দেব বলেছেন: মিলনের আগেও একপ্রকার বিরহ আছে। আবার মিলনের পরে আবার মিলোনের আগেও। সেদিক থেকে আষাঢ়কেও আপনি বিরহী বলে কবিতার মোচড়টা ভলো দি্য়েছেন।
ভালো, ভালো। ভালো থাকবেন।
২৪ শে জুন, ২০০৮ রাত ১০:১০

লেখক বলেছেন: আপনাকে নতুন দেখছি। ব্লগে স্বাগতম। ভালো থাকুন। শুভেচ্ছা। :)
৩৪. ২৪ শে জুন, ২০০৮ রাত ১০:২১
comment by: নিবেদীতা বলেছেন: দেরী হয়ে গেল পো্ষ্টটা দেখতে, দারুণ লিখেছেন।
বেশীরভাগ সময় লাইট থাকেনা, লাইট থাকেতো নেটলাইন থাকেনা, বড় বিরক্তিকর অবস্থায় আছি। ব্লগ খুব মিস্ করি :(



+++++
২৪ শে জুন, ২০০৮ রাত ১০:৩৬

লেখক বলেছেন: আমারও একই অবস্থা। সন্ধ্যা ধরেই বিদ্যূৎ নেই। আসলো সাড়ে ন'টার পর। বোঝেন অবস্থা! শান্তিমত ব্লগে থাকতে পারিনা। :(
৩৫. ২৪ শে জুন, ২০০৮ রাত ১০:৪০
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: দারুন কবিতা।
২৪ শে জুন, ২০০৮ রাত ১০:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ শান্ত। অনেকদিন পর দেখলাম। ভালো থাকুন। শুভেচ্ছা। :)
৩৬. ২৪ শে জুন, ২০০৮ রাত ১১:১৭
comment by: মাহমুদুল হক ফয়েজ বলেছেন:
মুকুল, আজ তোমার কবিতা পড়লাম । দারুন..
২৪ শে জুন, ২০০৮ রাত ১১:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ ফয়েজ ভাই। শুভেচ্ছা। :)
৩৭. ২৪ শে জুন, ২০০৮ রাত ১১:৫৯
comment by: কাল্‌বেলা বলেছেন:
উররিইইইইইইইইইইইইইইইইইই্‌...............
কড়রা হইছেছে মুক্লা............মনটা ভইরা গেছে আমার কবিতাখান পইড়া। আহা...আহা...

......আমার শার্ট শুকাতে দেরি হচ্ছে........................ইস্‌
২৫ শে জুন, ২০০৮ রাত ১০:১২

লেখক বলেছেন: থ্যাঙ্কু কালবেলা ভাইইইইইইইই :) :) :)
৩৮. ২৫ শে জুন, ২০০৮ রাত ৩:৩৩
comment by: নিহন বলেছেন: জাক্কাচ হইছে ।
২৫ শে জুন, ২০০৮ রাত ১০:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ নিহন :)
৩৯. ২৫ শে জুন, ২০০৮ রাত ১০:২৩
comment by: কাঙাল মামা বলেছেন: ওরে খাইসে :)
২৫ শে জুন, ২০০৮ রাত ১০:৩২

লেখক বলেছেন: আমি কাউরে খাই নাই! ;)
৪০. ২৬ শে জুন, ২০০৮ রাত ১২:০০
comment by: কাঙাল মামা বলেছেন: আপনি খাননাই, "উনি" আপনারে খাইছে :)
২৭ শে জুন, ২০০৮ রাত ১২:০১

লেখক বলেছেন: :|
৪১. ২৬ শে জুন, ২০০৮ রাত ১১:০৫
comment by: রাতিফ বলেছেন: মুকুল ভাই, আমার গল্পটার বাকী পর্বটা দিয়া দিছি............কষ্ট কইরা দেইখা আইসেন।
২৭ শে জুন, ২০০৮ রাত ১২:০১

লেখক বলেছেন: অবশ্যই পড়বো রাতিফ :)
৪২. ২৭ শে জুন, ২০০৮ দুপুর ১২:৩৭
comment by: কাঙাল মামা বলেছেন: অফটপিক: শাকুরা কি?
২৭ শে জুন, ২০০৮ রাত ১০:২৮

লেখক বলেছেন: শাকুরার খবর আমার কাছে জিগাইলেন ক্যান?!! আপনিতো ঢাকা থাকেন। আপনারই তো ভালো জানার কথা!

যাই হোক, 'শাকুরা' যদ্দুর জানি এক্টা বারের নাম।
৪৩. ২৭ শে জুন, ২০০৮ বিকাল ৩:৫২
comment by: জয়িতা বলেছেন: বিষাক্ত মানুষ বলেছেন: খাইসে !! ঘটনা কি সত্য নাকি !!!
২৭ শে জুন, ২০০৮ রাত ১০:৩০

লেখক বলেছেন: বিমারে তো উত্তর দিছি! আবার বলতে হবে নাকি? ;)
৪৪. ২৭ শে জুন, ২০০৮ রাত ১০:৩০
comment by: হনলুলু বলেছেন: ফাটাফাটি কবিতা .........
সত্যিই অনেক ভালো লাগছে .......... :)
২৭ শে জুন, ২০০৮ রাত ১০:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ হনলুলু :) :)
৪৫. ২৮ শে জুন, ২০০৮ সকাল ১০:৫৮
comment by: কাঙাল মামা বলেছেন: আমি ঐসব বার বুরে যাই না :) আম্মা বকা দিবে।:|
২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:১৬

লেখক বলেছেন: গুডি গুডি বয়রা ওইসব জায়গায় না যাওনই ভালো! ;)
৪৬. ২৮ শে জুন, ২০০৮ সকাল ১১:০৩
comment by: পথিক!!!!!!! বলেছেন: আমার খুবই ভাল লাগছে কবিতা খানা
কেনো তা কমুনা...কিন্তু কমু জটিল
ধন্যবাদ
লিখতেই থাকুন
২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:১৮

লেখক বলেছেন: আমার মনে হয় আপনার নিজের সাথে মিলে গেছে কোন ঘটনায়! ;)

অনেক ধন্যবাদ পথিক ভাই। শুভেচ্ছা। :)
৪৭. ২৮ শে জুন, ২০০৮ বিকাল ৪:৫৫
comment by: জয়িতা বলেছেন: বুঝছি সামথিং লুলুঝুলু............মিলাদ দিছনি???????
২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:১৯

লেখক বলেছেন: জৈতা বেগম, বেশি বুঝা ভালো না! :P
৪৮. ২৯ শে জুন, ২০০৮ সকাল ১০:৩৮
comment by: শেখ জলিল বলেছেন: দারুণ!
২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:১৯

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ জলিল ভাই :) :)