rss

বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০০৮

বৈশাখের এই তপ্ত দুপুরে

বৈশাখের এই আমপাকা তপ্ত দুপুরে ঘর্মাক্ত আমি;
থার্মোমিটারে মাপলে স্বাভাবিকের চেয়ে বেশি,
জ্বরের কাছাকাছি তাপমাত্রাই পাওয়া যাবে নিশ্চিত।
এই অসহ্য দুপুরে জ্বরতপ্ত ঘোরলাগা চোখে
আমি তোমার পাশে থাকতে চাই।
তোমার কাছাকাছি এলে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে
দুই ডিগ্রী বেশি বাড়ে, কমে না।
ঘর্মাক্ত দেহে মিলেমিশে
তবু আমি তোমার পাশেই থাকতে চাই।

গরম দিয়ে কি গরম কাটাকাটি হয়?
উষ্ণতা দিয়েই উষ্ণতা সইতে হয়!

তপ্ত বৈশাখের এই ক্লান্ত দুপুরে
বিন্দু বিন্দু ঘাম জমা
তোমার মায়াবী শরীরে শরীর রেখে
আমি ভাতঘুম দিতে চাই।



- - -
মাইজদী, নোয়াখালী
২২ এপ্রিল, ২০০৮

ফেইসবুকে যোগ করুন