rss

শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০০৯

ভালোবাসা কৃষিকাজের মত সোজা নয়

আমি জানতাম না, ভালোবাসা কৃষিকাজের মত সোজা নয়;
ভালোবাসা এক আগ্রাসী যুদ্ধ -
তাতে যুদ্ধনীতি আছে, কূটনীতি আছে।
অভিজ্ঞ সমরবিদের মত পরিকল্পনা সাজাতে হয়
গবেষণা করে বের করতে হয় প্রতিপক্ষের দূর্বলতা,
সামান্য অন্যমনস্কতায় একটু এদিক ওদিক হলেই
দূর্ভেদ্য দূর্গ উড়ে যেতে পারে কামানের গোলায়।
ভালোবাসা টেকাতে হলে আবিস্কার করতে হয় নিত্য নতুন মারণাস্ত্র,
প্রতিপক্ষের চেয়ে কম বিধ্বংসী হলে ময়দানে নামার
আগেই পরাজিত হতে হয় স্নায়ু যুদ্ধে।

অথচ আমি কি না ভেবেছিলাম-
শ্রম ঘাম দিয়ে বীজ বুনলে,
সময় সময় আগাছা নিড়িয়ে দিলে,
মাটির রঙ বুঝে হাট থেকে সার কিনে দিলে অথবা
আরো ভালো হয় জৈব সার দিলে শস্যক্ষেতে
এবং কয়েকবার করে সেচ দিলেই ফসল ফলবে সোনারঙা!

আমি শালার আজন্ম চাষা,
আজও সৈনিক হলাম না!



১৬ জুলাই, ২০০৮

ফেইসবুকে যোগ করুন

6 টি মন্তব্য:

নামহীন বলেছেন...

শহীদুল ইসলাম মুকুল আপনার কবিতা-সুন্দরী নিখুঁত না হলেও চমৎকার৤ একটা ‎কাব্যভাব আছে যা অনেকেরই থাকে না৤ অনেকে কবিতা লেখে তবে কবিতা ‎কমই হয়ে ওঠে৤ আপনি লিখে যান, এবং আর একটু বেশি সময় দিয়ে কবিতা- ‎শরীর নির্মাণ করুন যা মানুষের কাছে আদর পাবে৤ ‎
কারও কবিতা নিয়ে এমন কথা আমি আগে লিখিনি, লেখার কথা মনেই ‎হয়নি৤ আপনার কবিতা পড়তে ভালো লাগছে৤ অপরিচিত তৃতীয় পক্ষের ‎মন্তব্যই নিরপেক্ষ বিচার৤ ‎
প্রিন্ট মিডিয়ার একটি গুরুত্বপূর্ণ জায়গায় এটির উল্লেখ করলাম৤ ‎
ধন্যবাদ৤ ‎

admin on ৩১ জানুয়ারী, ২০১১ এ ৯:৪৪ PM বলেছেন...

সুহৃদ,
অনেক অনেক ধন্যবাদ। আপনার মন্তব্য দারুণভাবে প্রাণিত করলো।
কিন্তু আপনার পরিচয়টা যে জানা হলো না! দয়া করে এই মন্তব্য চোখে পড়লে যোগাযোগ করবেন প্লিজ। প্রিন্ট মিডিয়ার নামটিও জানা গেলে ভালো লাগতো। ভালো থাকবেন।

শুভেচ্ছাসহ,
মুকুল

মনোজকুমার দ. গিরিশ ‎ বলেছেন...

আপনার কবিতার অনুসরণে আমি একটি কবিতা লিখেছি৤ সেটি "নিউজ-বাংলা", ‎ওয়াশিংটন, আমেরিকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে৤ ‎তার লিংক:‎
http://www.news-bangla.com/index.php?option=com_content&task=view&id=6559&Itemid=49‎
লেখালেখি৤কবিতা৤ ৪ফেব্রুয়ারি, ২০১১, শুক্রবার৤ ‎
আপনার মতামত পেলে সুখী হব৤ ‎

মনোজকুমার দ. গিরিশ ১২/০২/২০১১ কোলকাতা ‎
manojkumardgirish@yahoo.com

admin on ১৪ ফেব্রুয়ারী, ২০১১ এ ১০:২০ AM বলেছেন...

ধন্যবাদ মনোজকুমার দা।
আপনার কবিতাটি ভালো লেগেছে।
আপনার দেয়া লিঙ্কে গিয়ে মন্তব্যও করেছি।
কিন্তু মডারেশন পার হয়ে মন্তব্যটি এখনো আলোর মুখ দেখেনি।
যাই হোক। ভালো থাকবেন।
শুভেচ্ছা সহ
মুকুল

মনোজকুমার দ. গিরিশ বলেছেন...

আপনাকে লিখেছিলাম যে আপনার ব্লগের কথা একটি প্রিন্ট মিডিয়াতে উল্লেখ করব৤ সেটি হল, কোলকাতা থেকে প্রকাশিত ”সাহিত্যের ইয়ারবুক ২০১২“৤ সেখানে আপনার ব্লগের উল্লেখ করা হয়েছে৤ এর আগে জানাইনি তার কারণ, লিখলেও তা কোনও কারণে স্থানাভাবে প্রকাশিত না হতেও পারে সেই ভয়ে৤ আশাকরি আপনি প্রিন্ট মিডিয়ার খবরটি পেয়ে খুশি হবেন৤ এটি এখন সাহিত্য জগতের সকলের কাছে গুরুত্বপূর্ণ বার্ষিক বই৤

বিনীত,
মনোজকুমার দ. গিরিশ
কোলকাতা
০২/০৪/২০১২

মুকুল on ৮ এপ্রিল, ২০১২ এ ৫:৩৫ PM বলেছেন...

সুপ্রিয় মনোজকুমার দ. গিরিশ,
অনেক ধন্যবাদ। :-)
আপনার লেখাটি কি স্ক্যান করে পাঠানো সম্ভব?

শুভচ্ছো সহ,
মুকুল