rss

জালছেঁড়া নদী

জালছেঁড়া নদী
আমার প্রথম কাব্যগ্রন্থ। প্রকাশকাল: ফেব্রুয়ারি, ২০০৯। প্রকাশক: ভাষাচিত্র, ৩য় তলা, আজিজ সুপার মার্কেট, ঢাকা।

প্রান্তজন

প্রান্তজন
শহীদুল ইসলাম মুকুল

মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০১০

দারিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচী শুরু হচ্ছে :)

memorandum
কিছুক্ষণ আগে দৈনিক যায় যায় দিনে একটা খবর দেখে মনটা ব্যাপক খুশিতে ভরে উঠলো। সরকার দেশের দারিদ্র্যপীড়িত এলাকার ৮৬টি উপজেলায় ১হাজার ১৪২কোটি টাকা ব্যয়ে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রম শুরু করতে যাচ্ছে। আজ একনেক সভায় অনুমোদন পেলে ২০১৪ সালের জুন পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।
ভালো লাগার একটা বড় কারণ হলো ব্যক্তিগতভাবে আমার সংস্থা এবং আমারও এতে অবদান আছে। আমরাই প্রথম এই দাবিটি তুলি এবং দাবি পূরণে পরিকল্পিত অ্যাডভোকেসি চালিয়ে যাই কয়েক বছর ধরে।

ফেইসবুকে যোগ করুন

রবিবার, ৩ অক্টোবর, ২০১০

ব্লগস্পটে ব্লগ পরিসংখ্যান দেখার সুবিধা যুক্ত হলো

ব্লগিং প্লাটফর্ম হিসেবে ওয়ার্ডপ্রেসের পাশাপাশি ব্লগার/ব্লগস্পট আমার অনেক পছন্দ। আামার ব্যক্তিগত ব্লগটিও ব্লগারেই হোস্ট করা। কিন্তু অনেকদিন নিজের ব্লগস্পট ব্লগে ঢুঁ দেয়া হয়নি। নতুন পোস্ট লিখিনি অনেকদিন। কারো কমেন্টও নেই, নোটিফিকেশনও নেই। তাই এদিকে আর আসা হয়নি। আজ হঠাৎ ঢুকে দেখি কন্ট্রোল প্যানেলে Stats বার দেখা যাচ্ছে। এই অপশনটার জন্য অনেকদিন অপেক্ষা করেছি। ব্লগস্পটে এই সুবিধা না থাকায় তৃতীয় পক্ষের কোন পরিসংখ্যান ওয়েব সাইটের সাহায্য নিতে হতো। যার মাধ্যমে ট্র্যাফিক, পেজভিউ, সার্চ হিস্টোরি ইত্যাদি দেখা যেতো।

বিস্তারিত পরিসংখ্যান দেখানোর পাশাপাশি ব্লগপেজের জন্য মোট পেজভিউ উইজেট ও যুক্ত হয়েছে। এখন থেকে ড্যাশবোর্ড থেকেই ব্লগ সম্পর্কিত অনেক পরিসংখ্যান দেখা যাবে। নি:সন্দেহে দারুণ সংযোজন! :)

ফেইসবুকে যোগ করুন

শনিবার, ৫ জুন, ২০১০

আজ শোক

আজ শোক!
পত্রিকায় শোক, টিভিতে শোক
রাস্তায় শোক, পাড়ায় শোক
গলিতে শোক, রাজপথে শোক
অর্ধনমিত জাতীয় পতাকায় শোক।

দিন শেষে শোকের রুটিন শেষ হলে পর,
আমাদের শোক আপাতত স্থগিত করা হবে পরবর্তী কোন দূর্ঘটনার জন্য।
'আল্লার দুনিয়ায় বেঁচে আছি' এই পরিতৃপ্তি নিয়ে আজ ঘুমাবো আমরা;
কেবল জেগে থাকবে স্বজন হারানো কিছু অনিবার্য শোকাতুর।

ফেইসবুকে যোগ করুন

রবিবার, ২১ মার্চ, ২০১০

পদাধিকার বলে

পদাধিকার বলে আয়েশ হয় বেশ
গদির পেছনে তোয়ালে ঝুলে
গালে তলপেটে পশ্চাদ্দেশে
পুরুষ্টু চর্বি ছলছল করে।

পদাধিকারীর উত্থিত পূজাবেদীতে
ধুপ ঘি সুগন্ধী মাখে কুমারী পৌত্তলিক।

ফেইসবুকে যোগ করুন

রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১০

একটি উত্তরাধুনিক ছোট গল্প

১.
উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানার জন্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব চষে বেড়াই। টানা কয়েক ঘন্টার চেষ্টার পর ঠিকুজি মিলে। অবশ্য ভাগ্যের সহায়তাও ছিলো তাতে! দৈবচয়ন পদ্ধতিতে ডাটাবেজ চেক করতে করতে কয়েক লক্ষ এন্ট্রির মধ্যে এক সময় মিলে যায়। আশানুরূপ রেজাল্টই। জিপিএ-৫।

ফেইসবুকে যোগ করুন