rss

জালছেঁড়া নদী

জালছেঁড়া নদী
আমার প্রথম কাব্যগ্রন্থ। প্রকাশকাল: ফেব্রুয়ারি, ২০০৯। প্রকাশক: ভাষাচিত্র, ৩য় তলা, আজিজ সুপার মার্কেট, ঢাকা।

প্রান্তজন

প্রান্তজন
শহীদুল ইসলাম মুকুল

মঙ্গলবার, ৮ মার্চ, ২০১১

দিন শেষে

অন্য শহরে যাই, অন্য পৃথিবীর
তৃণ লতা ঘাস আপন হয়ে আসে,
বেজে ওঠে নতুন বিউগল।

সরাইখানার শার্সিতে অন্যরকম রঙের রোদ
আছড়ে পড়ে, অন্যরকম তাপ জাগায় ত্বকে,
মুখে, বুকের ভাঁজে।

তবু
দিন শেষে পরিচিত শহরে ফিরে আসি
প্রতিদিন
পরিচিত নারীর কাছে যেমন ফিরে আসে
অবিশ্বাসী পুরুষ
চেনা বাঁকে চেনা ঘাটে অভ্যস্ত ত্রস্ত হাতে তরী ভেড়াবে বলে।



৮ মার্চ, ২০১১
মাইজদী

ফেইসবুকে যোগ করুন