rss

শুক্রবার, ২৭ জুলাই, ২০০৭

আমার কষ্টগুলোর বর্তমান দিনকাল

আমার কষ্টগুলোর
ইদানীং সুদিন চলছে।
আমার মাঝে উর্বর সার পেয়ে তারা দিন দিন
তরতাজা হয়ে উঠছে।
ক্রমান্বয়ে হৃদয়ের গভীর থেকে গভীরে
শিকড় গেঁড়ে চলছে।

ফেইসবুকে যোগ করুন

সাম্প্রতিক লেখা

সাম্প্রতিক মন্তব্য