rss

শনিবার, ২৮ জুলাই, ২০০৭

প্রতীক্ষা

ভাবনার এলোমেলো প্রান্তরে পদশব্দহীন
সকাল, দুপুর, সন্ধ্যা এবং রাত্রি।
তবুও কাটেনা প্রতীক্ষার প্রহর।

দিন যায় দিন আসে,
রাত যায় রাত আসে,
পৃথিবীর বয়স বাড়ে,
গতিপথ পাল্টে যায় কত নদীর।

ধ্যান ভাঙ্গাবার যজ্ঞে বলি হয়
শৈশব, কৈশোর, তারুণ্য;
তবুও ভাঙ্গেনা ধ্যান সেই ঋষির।

একা এলোমেলো আমি
পদশব্দহীন প্রান্তরে।

ফেইসবুকে যোগ করুন

সাম্প্রতিক লেখা

সাম্প্রতিক মন্তব্য