rss

বুধবার, ১ আগস্ট, ২০০৭

এখনো কি সময় হয়নি

ইদানিং রাত অনেক দীর্ঘ
চৈতন্যের গভীরে প্রেতায়িত অন্ধকার
তীব্র থেকে তীব্রতর...

একচক্ষু দানবের আস্ফালন
সূর্যোদয় হতে সূর্যাস্তের ভূমিতে ভূমিতে।

এই রাত কি কখনো ভোর হবে
পাশবিক চীৎকার ঢেকে যাবে পাখির কলতানে!
না কি যুগান্তরের শেষ সুর তোলার
প্রস্তুতি সম্পন্ন দেবদূতের!

কোথায় তুমি আলোকিত মানুষ,
এখনো কি সময় হয়নি?

ফেইসবুকে যোগ করুন

সাম্প্রতিক লেখা

সাম্প্রতিক মন্তব্য