rss

বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০০৭

একটি কবিতা লিখবো বলে

একটি কবিতা লিখবো বলে তোমাকেই প্রয়োজন ছিলো। উপযুক্ত শব্দের খোঁজে তোমার পুষ্পিত ঠোঁটের খুব কাছ থেকে আমাকে ফিরে যেতে হয়েছে। তোমার নান্দনিক সৌন্দর্যের এক কনাও আমাকে ধার দাওনি। আমার তৃষিত কল্পনা তোমার অজানা বাঁক লক্ষ্য করে বার বার পাল তুলেছে। কিন্তু তোমার প্রতিকূলতার জোয়ারে একটি বারও তীরে পৌছুতে পারেনি। একটি কবিতার জন্য আমি আর কতকাল অপেক্ষা করবো? আমি আর কতকাল কবিতাহীন থাকবো, হে অবুঝ নারী?

ফেইসবুকে যোগ করুন

সাম্প্রতিক লেখা

সাম্প্রতিক মন্তব্য