
মানুষ হলেই অতীত থাকে
গত সময়ের স্মৃতি থাকে
আমার কোন স্মৃতি নেই
অষ্ট প্রহর কষ্টে পোড়ার শোক নেই।
ভালোবাসলেই সুখ থাকে
সুখের অনেক প্রাপ্তি থাকে
আমার কোন সুখ নেই
সুখের পাশে প্রাপ্তির ঘর ফাঁকাই থাকে।
ঘর থাকলেই ছাউনি থাকে
শ্যামল বরণ নারী থাকে
আমার চৌকাঠ ঠুনকো ঘুনে
পতিত ভিটায় নীলচে রঙা শ্যাওলা জমে।
0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন