
উ হু! এরকম সাপের মত পেঁচিও না;
চুপচাপ দাঁড়াও, ঠিক মৌন সন্যাসীর মত।
তোমার চোখযুগল এখনো তিরতির করে কাঁপছে।
চোখ বন্ধ কর, স্থির হও;
চিবুকটা তুলে ধরো সামান্য।
হু, এবার ঠিক আছে;
লক্ষ্ণী মেয়ের মতো আচরণ!
এভাবেই থেকো আরো কিছুক্ষণ।
জানোই তো, পালাতে পারবেনা,
ঠেকাবার কোন উপায় নেই-
সহস্র চুম্বন ধেয়ে আসছে তোমার দিকে...
নোয়াখালী
২৮ ফেব্রুয়ারি ২০০৮
2 টি মন্তব্য:
চমৱকার
ধন্যবাদ নজমুল আলবাব ভাই। আপনিই প্রথম আমার এই ব্লগে কমেন্ট করলেন। :)
একটি মন্তব্য পোস্ট করুন