
যদি বলতে আমাকে ঘৃণা কর,
খুব দূঃখ পেলেও
হয়তো চোখের মধ্যে নিস্পৃহ আলো এনে
কাল্পনিক সুখে মুখে হাসি নিয়ে
ফিরতি পথ ধরতাম।
যদি বলতে ভালোবাসি,
তাহলেতো মন্তব্য নিষ্প্রয়োজন!
হায়, কিছুই বললেনা তুমি!
কপিরাইট © মুকুল
টেমপ্লেট তৈরি করেছেন Blog Template 4 U | ব্লগস্পট টিউটোরিয়াল | ব্লগার
0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন