rss

বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০০৮

অনেক অনল

অনল অনল বুকের অনল
চোখের অনল মনের অনল
আমার অনল তোমার অনল
আমার ভেতর তোমার অনল
তোমার ভেতর আমার অনল।

স্বপ্ন অনল কষ্ট অনল
প্রেমের অনল ঘৃণার অনল
অনেক অভিমানের অনল
অনেক চাওয়ার অনেক পাওয়ার
অনেক সুখের ভ্রষ্ট অনল।

জলের অনল ফুলের অনল
চাঁদ তারা আর রবি’র অনল
বোবা অনল নিত্য অনল
তোমার ভেতর আমার অনল
আমার ভেতর তোমার অনল।।

১৯.১১.১৯৯৬

- - -
লেখাটা ম্যালা আগের। এইচএসসি প্রথম বর্ষে পড়তাম তখন।

ফেইসবুকে যোগ করুন

সাম্প্রতিক লেখা

সাম্প্রতিক মন্তব্য

আর্কাইভ