
নাব্যতা হারালে নদী'র বুকে খাঁ খাঁ চর জাগে
জালছেঁড়া নদীও গতি হারায় পলির স্তুপে;
অথবা আমরাই পোড়াই নদী'র শ্মশান,
তার রুপালী জমিনে চিক চিক ক্রুর হাসি।
উঠোনে জাল পাতি রোদের শরীরে মেলে
লেগে থাকা আবর্জনা বাছি পরম যত্নে;
মাছ শিকারে যাবো পূর্বপুরুষের মতো,
জীবনের টানে জীবিকার টানে।
আহা! মাছেরা উদ্বাস্তু, জল নেই জালছেঁড়া নদীর বুকে;
শুন্য জাল বুভুক্ষু ভিটায় দোলে...
- - -
ছবি কৃতজ্ঞতা
মাইজদী, নোয়াখালী
১৮ মে, ২০০৮
জালছেঁড়া নদীও গতি হারায় পলির স্তুপে;
অথবা আমরাই পোড়াই নদী'র শ্মশান,
তার রুপালী জমিনে চিক চিক ক্রুর হাসি।
উঠোনে জাল পাতি রোদের শরীরে মেলে
লেগে থাকা আবর্জনা বাছি পরম যত্নে;
মাছ শিকারে যাবো পূর্বপুরুষের মতো,
জীবনের টানে জীবিকার টানে।
আহা! মাছেরা উদ্বাস্তু, জল নেই জালছেঁড়া নদীর বুকে;
শুন্য জাল বুভুক্ষু ভিটায় দোলে...
- - -
ছবি কৃতজ্ঞতা
মাইজদী, নোয়াখালী
১৮ মে, ২০০৮
1 টি মন্তব্য:
কবিতার মাঝে পাই বিমূর্ত বর্ণন, ক্রমে তাহা ছুঁয়ে যাবে নদীটির তীরবাসী মানবের মন জাল ফেলে হাল নিয়ে ক্রমে তারা নেমে যাবে মাঠে, ইতিহাস এই ভাবে ক্ষয়ে যাওয়া প্রকৃতির কোলে, চিরকাল সবিলাপে হতাশায় মাথা কোটে
ধন্যবাদ
একটি মন্তব্য পোস্ট করুন