rss

শুক্রবার, ১৫ আগস্ট, ২০০৮

ঘুম ভাঙানো ঘড়ি

চুড়ির রিনিঝিনি ধ্বনি
নয়তো আঁচলের মৃদু আঘাতে
রাত ভোর হতো সুনির্দিষ্ট সময়ে।

ভাবতাম, তুমি না থাকলে কি যে হতো!
সময় মতো ঘুম ভাঙতো না,
হতো না সঠিক সময়ে অফিস যাওয়া ।

কোন কিছুই আবশ্যিক নয়,
এ সত্যটি না জেনেই ভুগতাম
হারানোর অসম্ভব প্রায় উৎকন্ঠায়।

জেবিন, চুপিচুপি বলি শোন -
অ্যালার্ম দেয়া ঘড়িটা এখন
ঠিক সময় মতোই আমার ঘুম ভাঙায়।


৩ জুলাই, ২০০৮

ফেইসবুকে যোগ করুন

সাম্প্রতিক লেখা

সাম্প্রতিক মন্তব্য