rss

শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০০৯

আমাদের নারীরা সুখে থাকুক

আমাদের নারীরা ভালো থাকুক।
তাহাদের পঞ্চদশ তলার ফ্ল্যাটে গুচ্ছ গুচ্ছ গোলাপঝাড় বেড়ে উঠুক।
তাহাদের বিছানায় মাখনের মত আদরের বৃষ্টি ঝরুক
তাহাদের রমণীয় মুখের দিকে টিভি ক্যামেরা হা করে থাকুক প্রতিদিন।
তাহাদের রন্ধন প্রণালী সুগন্ধ ছড়াক চ্যানেলে চ্যানেলে।
স্টারপ্লাসের মেগা সিরিয়ালের মত তীব্র আলোকিত হোক অন্দরমহল,
পরিপাটি মেকআপ নিয়েই প্রতিদিন তাহাদের ঘুম ভাঙুক,
ইভিনিং ইন প্যারিস সৌরভ ছড়াক তাহাদের দেহে মনে।

তাহাদের ঈদের বাজার হোক কলকাতা
অথবা সিঙ্গাপুর, নিদেনপক্ষে নব্য ফিউশন পার্ক।

তাহাদের অন্তর্বাস হোক স্পোর্টিং,
স্যানিটারী টাওয়েল হোক মেড ইন ইন্ডিয়া, নিশ্ছিদ্র সুরক্ষিত;
তাহাদের নখে, আঙুলে, কপালে, ঠোঁটে, স্তনে, জঙ্ঘায় সুখের স্ফীতি ঘটুক
তাহাদের কোমল ত্বক অলিভ অয়েল সুরক্ষায় থাকুক।

তাহাদের এটিএম বুথে ব্যালান্স কখনোই না কমুক,
তাহাদের ফিক্সড ডিপোজিটের সংখ্যা বাড়তেই থাকুক।

আমাদের নারীরা সুখে থাকুক
তাহাদের মনে নিশিদিন সুখের বৃষ্টি ঝরে ঝরে পড়ুক।


- - -
মাইজদী ,নোয়াখালী
২৩ জানুয়ারি ২০০৯

ফেইসবুকে যোগ করুন

সাম্প্রতিক লেখা

সাম্প্রতিক মন্তব্য