
প্রিয়, একটি গান গাও আজ -
শীত সকালের রোদ্দুরের মত নম্র উষ্ণ,
চড়ুইয়ের পালকের মত মোলায়েম, আদরমাখা।
দুরুত্ব ঘুচে যাক বেতারে; কানের কাছে ফিস ফিস করে উঠুক ছন্দিত তরঙ্গ।
যাই হোক, তবু কিছু একটা হোক; কিছু একটা গুণগুণ করুক।
কিছু একটা তুফানের মত ছুঁয়ে যাক,
হাজার রাত্রির নীরবতা ভেঙে কিছু একটা গ্রাস করুক,
আমাদের অগ্রন্থিত ভাবাবেগ প্রকাশ্য মিছিলে আসুক...
মাইজদী, নোয়াখালী
১০ জানুয়ারি, ২০০৯
0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন