rss

শুক্রবার, ২৭ জুলাই, ২০০৭

একদিন নিশ্চয়

প্রতিদিন প্রতীক্ষায় অষ্টপ্রহর;
চিরহরিৎ নিমগ্নতায় গভীর ধ্যানে ভবিষ্যতের চিত্রকল্প-
একদিন আসবে ফিরে নিশ্চয় ।
নিশ্চয় অনাগত কালের গর্ভে আমাদের সম্ভাবনা প্রস্ফুটিত, জানি।
একদিন কোন বৃক্ষের বর্ষার সুখের মত
আন্দোলিত পল্লবে পল্লবে আমাদের কথামালা
পরাবাস্তব গল্প সাজাবে।
আমাদের কাঁদাবে, হাসাবে, ভালোবাসার ধ্বনি তুলবে।
চকিত খুনসুটির তীক্ষ্ণ সুখে তৃপ্তির নিঃশ্বাস নেবে।
একদিন শীত সকালের ঘুম আলস্য ঝেড়ে ফেলে বলবেই-
চল হাত ধরি, অনেক হয়েছে কথপোকথন;
এবার চোখের ভাষার অনুবাদ হোক।
এসো, সংসার সাজাই।

ফেইসবুকে যোগ করুন

সাম্প্রতিক লেখা

সাম্প্রতিক মন্তব্য