rss

শুক্রবার, ২৭ জুলাই, ২০০৭

তৃষ্ণা মেটেনা

এক সময় কত প্রমত্ত ছিলো নদীটি।
সারাটা দুপুর কেটে যেতো
নদীর জলে সাঁতার কেটে।
খুব পিপাসার্ত হলে নদীর জলেই তৃষ্ণা মেটাতাম।
এখন নাব্যতা হারিয়েছে নদী,
বর্ষার আহ্বানেও আর দু’কূল আলিঙ্গণ করতে ছুটে আসেনা।
শুধু মাঝে মাঝে তার বুকে
অশ্রু’র ফোঁটার মত কিছু জল বয়ে যায়
আমার তৃষ্ণা মেটেনা,
তৃষ্ণা মেটেনা।

ফেইসবুকে যোগ করুন

সাম্প্রতিক লেখা

সাম্প্রতিক মন্তব্য