rss

মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০০৭

সুখ খেলা করুক

তোমার পড়ার টেবিলে
লাগোয়া বারান্দায়
টবে লাগানো ফুলের সৌরভে
সুখ খেলা করুক।

তোমার স্নানঘরে
দামী সাবানের ফেনায়
নরম তোয়ালেতে
সুখ খেলা করুক।

তোমার রান্নাঘরে
গোছানো খাবার টেবিলে
দেশী বিদেশী সুগন্ধি মসলায়
সুখ খেলা করুক।

তোমার শোবার ঘরে
বালিশ তোষক কাঁথায়
রঙ করা নতুন দেয়ালে
সুখ খেলা করুক।

তোমার নীল চূড়িতে
চুলের ব্যান্ডে নেকলেসে
সাদা পাথরের কানের দুলে
সুখ খেলা করুক।

তোমার ফুল শয্যায়
কোমল আঘাত প্রতি-আঘাতে
আলোক সজ্জার আলো আঁধারীতে
সুখ খেলা করুক।

নিরাপদ গৃহে
কাজ শেষে ফেরা
গৃহস্বামীর প্রগাঢ় আলিঙ্গনে
সুখ খেলা করুক।

সুখ খেলা করুক।


২২ ডিসেম্বর, ২০০৭

ফেইসবুকে যোগ করুন

সাম্প্রতিক লেখা

সাম্প্রতিক মন্তব্য