জানালা গলে বখাটে রৌদ্র
আঘাত হানে বিকেলের ঘুমে।
কাশরঙা মেঘ চঞ্চলতা দেখায়
এই আসে এই যায়।
চপলা তরুণীরা হেঁটে যায়
তাদের ইষৎ সলজ্জ গালে চুমু
খেয়ে যায় কনে দেখা আলো;
কি নির্মম সুন্দর হেঁটে যায়!
শরৎ মেঘ কোথায় যায়?
কোথায় হারায়?
তরুণীরা হেঁটে যায়,
তরুণীরা কোথায় যায়?
মাইজদী, নোয়াখালী
১৮ সেপ্টেম্বর, ২০০৮
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০০৯
শরৎ বিকেলে
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন