rss

বুধবার, ২ সেপ্টেম্বর, ২০০৯

শরৎ বিকেলে

জানালা গলে বখাটে রৌদ্র
আঘাত হানে বিকেলের ঘুমে।
কাশরঙা মেঘ চঞ্চলতা দেখায়
এই আসে এই যায়।

চপলা তরুণীরা হেঁটে যায়
তাদের ই‍ষৎ সলজ্জ গালে চুমু
খেয়ে যায় কনে দেখা আলো;
কি নির্মম সুন্দর হেঁটে যায়!

শরৎ মেঘ কোথায় যায়?
কোথায় হারায়?
তরুণীরা হেঁটে যায়,
তরুণীরা কোথায় যায়?


মাইজদী, নোয়াখালী
১৮ সেপ্টেম্বর, ২০০৮

ফেইসবুকে যোগ করুন