rss

বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০০৭

নতুন ফোনসেট নিলাম।। টেলিটক ব্যবহার করবো।। দেশের টাকা দেশেই রাখবোপ্রথম থেকেই গ্রামীন ব্যবহার করছি। টেলিটক আসার পর ভাবলাম দেশিটাই ব্যবহার করবো। কিন্তু গ্রামীন নাম্বারটা সবার জানা বলে পরিবর্তন করতে পারছিলাম না। সমাধান হল দুইটা সেট ব্যবহার করা। তাই করলাম আজ। গ্রামীন সেন্টার থেকে নিয়ে আসলাম SAGEM 213x সেট। কালার মনিটর, জিপিআরএস এনাবলড। দাম গ্রামীনের আইএসডি সিমসহ মাত্র ২৩৯০ টাকা।

টেলিটকের সিম আগেই ছিলো। নতুন সেটে টেলিটকই ব্যবহার করবো। আগের সেটটাতে গ্রামীন সিম থাকলো। গ্রামীনকে তো অনেক দিলাম! এবার ভাবছি আউটগোয়িং কল সব করবো টেলিটক থেকে। দেশের টাকা দেশেই থাকুক।

ফেইসবুকে যোগ করুন

সাম্প্রতিক লেখা

সাম্প্রতিক মন্তব্য