rss

মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০০৭

আজকাল অনেক কিছুই মনে থাকে না

আজকাল অনেক কিছুই মনে থাকে না
চেষ্টা করেও মনে করতে পারিনা জরুরী কথা।
বাজার করতে গেলে মনে থাকে না
বাসা থেকে বেরুবার সময় কি আনতে বলা হয়েছিলো,
চিনি আনতে বললে ভুল করে লবণ নিয়ে আসি
একদিন তো চাল আনতে গিয়ে কেরোসিনের চুলো নিয়ে এসেছিলাম!
অথচ নিরেট নির্বোধও জানে চাল আর চুলোর পার্থক্য!

জুতো পরতে গেলে ভুল করে স্যান্ডেল পরে ফেলি
ভুলে যাই কোথায় যাওয়ার কথা ছিলো
চলে যাই ভুল ঠিকানায়।

আজকাল অনেক কিছুই মনে রাখতে পারি না।
ময়লা কাপড়ের স্তুপ জমতে থাকে আলনায়
বারংবার মনে করেও প্রতিদিনই ধুতে ভুলে যাই।
অফিসের জরুরী কাজের কথা যেন না ভুলে যাই
তাই আগাম লিখে রাখি ডায়রির পাতায়
এবং যথারীতি ডায়রির পাতা উল্টাতে ভুলে যাই।

রাস্তায় পরিচিত মুখগুলো দেখলে সহজে চিনতে পারি না
ভান করে যাই চিনেছি খুব!
আন্তরিকতার ভান করে কথা চালিয়ে যাই
সাথে চলতে থাকে মনে করার চেষ্টা- “কার সাথে কথা বলছি!”
কখনো মনে পড়ে, কখনো পড়ে না;
অভিনয়ে কাটিয়ে দিই সময়।

মুঠোফোনে পরিচিত কন্ঠ ভুলে যাই,
নাম্বার সেভ না থাকলে স্বজন চিনতেও কষ্ট হয়।

আজকাল ভুলো মনে ভুল করছি নিয়মিত
শুধরাতে হবে মনোযোগী চেষ্টায়- এ পরামর্শটিও ভুলে যাই।

আজকাল অনেক কিছুই মনে থাকে না
চেষ্টা করেও মনে রাখতে পারি না কত কিছু!

অথচ শত চেষ্টা সত্ত্বেও শুধু তোমাকেই ভুলতে পারি না!


ডিসেম্বর ৮, ২০০৭

ফেইসবুকে যোগ করুন

সাম্প্রতিক লেখা

সাম্প্রতিক মন্তব্য