rss

শুক্রবার, ২৮ মার্চ, ২০০৮

নাকফুল
গত ঈদে সালোয়ার কামিজ কিনে দিতে চাইলাম,
নিলে না;
ব্রেসলেট দিতে চাইলাম
তাও না।
শেষমেষ নিলে একজোড়া সাদা পাথরের কানের দুল,
নকল হীরের দ্যূতি ছড়ানো;
খুব বেশি দামী কিছু নয়, একদিনের রোজগার।

ইচ্ছে ছিলো খুব শীঘ্রই কিনে দেবো
আশ্চর্য সুন্দর একটি নাকফুল
তোমার পছন্দের,
হোক না যতই দামী,
হোক না কয়েক মাসের বেতন সমান,
হোক না দূর্লভ;
এ দোকান সে দোকান ঘুরে
সময় নিয়ে ঠিকই খুঁজে বের করতাম।

ইচ্ছে ছিলো খুব শীঘ্রই তোমাকে কিনে দেবো
আশ্চর্য সুন্দর একটি নাকফুল।
তোমাকে নাকফুল কিনে দেয়া আর হলোনা...নোয়াখালী
১২ মার্চ ২০০৮

ফেইসবুকে যোগ করুন

3 টি মন্তব্য:

নামহীন বলেছেন...

নাকফুল একটি চমৎকার শব্দ৤ যদিও কবিতাটি আরও হৃদয়গ্রাহী হতে পারত৤
ধন্যবাদ৤

রায়হান সাঈদ on ২ মার্চ, ২০১১ এ ৯:৪৫ PM বলেছেন...

কিনতে পারলেন না কেন ?

admin on ২ মার্চ, ২০১১ এ ৯:৫৫ PM বলেছেন...

@রায়হান সাঈদ

আমি চাইলেই তো হবে না। মানুষটাও তো থাকবে হবে! :-(