rss

বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০০৮

একদা ঘুমিয়ে ছিলাম (উৎসর্গ: রাশেদ)

একদা ঘুমিয়ে ছিলাম;
ভোরের প্রতীক্ষায়
ঘুম ভেঙেছিলো বারে বারে,
আবার ঘুমিয়ে পড়েছিলাম নিয়মিত বিরতিতে।

ঘুম ভাঙছিলো বারে বারে
ভোরের আলো দেখবো বলে;
পর্দা সরানোই ছিলো,
জানালায় আলোর অনুপস্থিতিতে
আবারও ঘুমিয়ে পড়ছিলাম নিয়মিত বিরতিতে।

একদা ঘুমিয়ে ছিলাম দীর্ঘক্ষণ
আলোর অনুপস্থিতিতে
চোখ বুজে আসছিলো বারে বারে।

একদা আমার ভোর হয়েছিলো অনেক বেলা গড়িয়ে;
ঘন মেঘের আড়ালে টেরই পাইনি কখন হয়েছে ভোর!
বারে বারে চোখ মেলে ফর্সা আলো না দেখে
ঘুমিয়ে পড়ছিলাম নিয়মিত বিরতিতে...


ঢাকা
৯ এপ্রিল, ২০০৮

ফেইসবুকে যোগ করুন

1 টি মন্তব্য:

রাশেদ on ৫ আগস্ট, ২০০৮ এ ৮:২৩ AM বলেছেন...

হুমম...

সাম্প্রতিক লেখা

সাম্প্রতিক মন্তব্য

আর্কাইভ