rss

বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০০৮

তুমি না থাকার মত করে ছড়িয়ে থাকো সবখানে

তুমি থাকো না শোবার ঘরে,
রান্না ঘরে থাকো না
স্নান ঘরে থাকো না
ভাঁড়ার ঘরের লক্ষ্ণী হয়ে থাকো না।

তুমি থাকো না উঠোনের পাশটায়
থাকো না নারকেল গাছের খুঁটি দেয়া শ্যাওলা পড়া পুকুর ঘাটে,
গজিয়ে ওঠা লাউ গাছটার লতার পাশে থাকো না
থাকো না পাতাবাহার ঘেরা বাগানটার পাশে।

তুমি টেবিলের পাশে লেখালিখির সময় থাকো না,
খাবার টেবিলে নুন দিতে থাকো না
স্নান শেষে তোয়ালে দিতে থাকো না
থাকো না আলতো চুমুতে রাঙিয়ে অফিসের পথে এগিয়ে দিতে।

তুমি কোথাও থাকো না, কোথাও না;
অথচ আমার চোখের ভিতর আলোছায়ার প্রতিবিম্ব হয়ে
থাকো প্রতিটি দৃশ্যে-অদৃশ্যে।
তুমি না থাকার মত করে ছড়িয়ে থাকো সবখানে,
ভুল দৃষ্টির ভুল প্রতিবিম্বে...মাইজদী, নোয়াখালী
৭ জুন ২০০৮

ফেইসবুকে যোগ করুন

2 টি মন্তব্য:

বরফ পানি on ৯ আগস্ট, ২০০৮ ৯:১৭ PM বলেছেন...

সুন্দর কবিতা, ভালো লেগেছে।

admin on ১০ আগস্ট, ২০০৮ ১০:১৮ PM বলেছেন...

আপনাকে ধন্যবাদ। ব্লগস্পট ব্লগে মন্তব্য পাওয়া খুবই দূর্লভ। তাই খুব ভালো লাগছে। ভালো থাকবেন। শুভেচ্ছা।

সাম্প্রতিক লেখা

সাম্প্রতিক মন্তব্য

আর্কাইভ