rss

বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০০৮

চকলেট অথবা চলকেট

নতুন কথা বলতে শেখা শিশুদের উচ্চারণে ত্রুটি থাকে,
দু’একটি বর্ণ এদিক ওদিক হয়ে তৈরি হয় নতুন ধ্বনি;
আধো আধো বোলে উচ্চারণের সেই ত্রুটিও মধুর হয়ে ওঠে।
কথার ফাঁকে সেই ভুল উচ্চারণ বয়েসীদের স্নেহের তোড়ে মহিয়ান হয়ে ওঠে।

তেমনি আমাদের আলাপচারিতায় বারে বারে অনেক আদরের
তোমার ছোট ভাইয়ের গল্প ওঠে আসতো;
তুমি ওর মজার মজার আচরণের কথা বলতে আর হেসে লুটোপুটি খেতে সস্নেহে।
কখনো আমিও গলা মেলাতাম সেই অন্তরঙ্গতায়।

মনে পড়ে, তুমিও ছোটদের মত করে ইচ্ছে করেই ভুল উচ্চারণে বলতে সোহাগের কথা।
যেমন চকলেট খেতে ইচ্ছে হলে বলতে, “আমি ‘চলকেট’ খাবো”।
তোমার ছোট ভাইটি, যে কিনা এখনো প্রাথমিক বিদ্যালয় ডিঙোতে পারেনি,
কলেজ পড়ুয়া তুমি তার মুখের বুলিকেই নিজে ব্যবহার করতে।
তোমার আদুরে গলায় অপ্রচলিত শব্দগুলো মোহাবিষ্ট করতো আমায়,
আমি ভালোবাসার টানে সেই শিশুতোষ শব্দগুলোকেই আপন করে নিতাম।

তুমি কি এখনো চকলেটকে ‘চলকেট’ বলো?
অনেক দিন হলো চলকেট খাই না...

২ জুন ২০০৮

ফেইসবুকে যোগ করুন

সাম্প্রতিক লেখা

সাম্প্রতিক মন্তব্য

আর্কাইভ