rss

জালছেঁড়া নদী

জালছেঁড়া নদী
আমার প্রথম কাব্যগ্রন্থ। প্রকাশকাল: ফেব্রুয়ারি, ২০০৯। প্রকাশক: ভাষাচিত্র, ৩য় তলা, আজিজ সুপার মার্কেট, ঢাকা।

প্রান্তজন

প্রান্তজন
শহীদুল ইসলাম মুকুল

সোমবার, ২০ অক্টোবর, ২০০৮

তুই আঁর বুকের লগে মিশি থাক

ম্যালা দিন আঁর বালা ঘুম অয় না,
আঁই খালি বালিশ লই ইমুই উমুই গড়াগড়ি করি।
তোর কি ঠিকমত ঘুম অয়নি বউ?
হেই যে বাফের বাড়ী গেলি
একবারও কি আঁর কতা মনে হড়ে ন তোর?
বউ তুই হিরি আয়
আঁরে আর কষ্ট দিছনা
কসম, আঁই ও তোরে আর কষ্ট দিতাম ন।
তুই আঁর বুকের লগে মিশি থাক,
আঁই হারা রাইত শান্তির ঘুম যামু।


- - -
মাইজদী, নোয়াখালী
১৪ জুলাই, ২০০৮

ফেইসবুকে যোগ করুন

কবিতার জন্য ঋণস্বীকার

নদীর কাছে ফুলের কাছে
সবুজ বৃক্ষরাজির কাছে
আমার অনেক ঋণ আছে।

জোনাক জ্বলা খুব নিশুতি
জ্বলজ্বলে এক রাতের কাছে
আমার অনেক ঋণ আছে।

অবহেলায় উড়ে যাওয়া
ছোট্ট প্রজাপতির কাছে
আমার অনেক ঋণ আছে।

খুব গোপনে ছুঁয়ে যাওয়া
ছোট্ট একটি ব্যথার কাছে
আমার অনেক ঋণ আছে।

ছয়টি দিনের স্মৃতির কাছে
চলে যাওয়া তোমার কাছে
আমার অনেক ঋণ আছে।


১১ জুলাই, ২০০৮

ফেইসবুকে যোগ করুন