rss

জালছেঁড়া নদী

জালছেঁড়া নদী
আমার প্রথম কাব্যগ্রন্থ। প্রকাশকাল: ফেব্রুয়ারি, ২০০৯। প্রকাশক: ভাষাচিত্র, ৩য় তলা, আজিজ সুপার মার্কেট, ঢাকা।

প্রান্তজন

প্রান্তজন
শহীদুল ইসলাম মুকুল

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০০৯

মায়াবী ঘাতক

একদিন এক প্রজাপতি ছুঁয়েছিলো আমায়,
তার শ্যামল চোখে অনাগত স্বপ্নের হাতছানি;
বৃত্তের ভেতর বৃত্তের আল্পনার ছোপ ছোপ দাগ
সাজিয়ে আমারে ডেকেছিলো ভীষণ মায়ায়।

আমি সেই প্রজাপতি ছুঁয়ে বর্ণীল আলোয়
ঘুরে বেড়িয়েছি শহরের ভেতরের শহর।
পাঁচ আঙুলের সাথে পাঁচ আঙুলের দিনমান বন্ধন,
স্নায়ুগ্রন্থী বেয়ে মাতাল করতো অলৌকিক শারাব।

শ্যামল প্রজাপতি, শেষকাষ্ঠ জ্বালানো মায়াবী ঘাতক;
তরল আগুন লুকোতেই কি অভিনয়ে হেসেছিলে লাজুক?


১২ আগস্ট ২০০৮

ফেইসবুকে যোগ করুন

সাত আগস্ট দু’হাজার ছয়

কখনো এমন হয়, খুব ছোট্ট ঘটনার মধ্য দিয়ে
সর্বনাশের শুরু। ঘটনার শেষ চক্রের ঘনঘটায়
নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলেও টের
পাওয়া যায় না, সর্বনাশের ষোলকলা পূর্ণ হয়েছে।
কখনো এমন হয়, সমাপ্তির পর বোঝা যায় শুরুর
ছোট্ট দৃশ্যের তাৎপর্য; সবশেষে বিদায় নেবার পর অর্থহীন
হাপিত্যেশে যায় দিন, মুখিয়ে ওঠা সরব স্মৃতিরা খুঁজে পায়
বেদনার জলপ্রপাতের উৎসমুখ - ভুলত্রুটির কার্যকারণ।

তার আগ পর্যন্ত ভুল বিশ্বাসে ভুলে থাকে মন
শুরুর ক্ষণ থেকে শেষ মুহুর্তটি পর্যন্ত।
যেমন শুরু হয়েছিলো সাত আগস্ট দু’হাজার ছয় সন্ধ্যা;
তারপর একদিন উচ্চারিত হয় – ‘সমাপ্ত হলো’।



- - -
মাইজদী, নোয়াখালী
৭ আগস্ট, ২০০৮

ফেইসবুকে যোগ করুন

ফিরে এসো

নেমে এসো মেয়ে পর্বত শিখর থেকে,
মানুষের কাছাকাছি।
ঐ উচুতে বসবাসে কী আনন্দ?
কী আরাম হিম শীতল পর্বতের চূড়ায়?
ওখানে কি বসতি আছে? শুভ্র মেষ পাল?

উঁচুতে উঠতে উঠতে ছায়াপথ ছাড়িয়ে যাও,
মিটিমিটি তারাদের ছুঁয়ে যাও
ইশারায় জ্বালিয়ে দাও স্ফটিক স্বচ্ছ ঝাড়বাতি;
আর আমরা ডুবে থাকি মিশমিশে কালো অন্ধকারে!

বাঁকানো উপত্যকা বেয়ে নেমে এসো সমতলে
ভালোবাসার জন্য, এসো,
খুঁজে নাও ভবিষ্যত সুখী গৃহস্বামী।
এখানে দ্যাখো ধান আছে, গম আছে, আছে ডালের প্রাচুর্য।
প্রতিদিনের তাজা তরকারী আছে, পুকুরে মাছ আছে;
এখানে বাতাস আরামদায়ক, আছে পরিমানমত সতেজ বৃষ্টি,
ঋতুর পরিবর্তনে আকাশ রঙ বদলায় - চারদিক কেমন কোমল সুন্দর!

ফিরে এসো মেয়ে, মানুষের কাছাকাছি;
এবার সরিয়ে নাও সপ্ত নেকাব,
জেনো, প্রতীক্ষায় আছে সেই হারানো মেষপালক।


৪ আগস্ট, ২০০৮

ফেইসবুকে যোগ করুন

প্রজাপতি ছুঁয়ে দিলে

যেই প্রজাপতি ছুঁলো,
ওম্নি গুনগুন করে উঠলো
প্রণয়ের সিম্ফোনী।

প্রজাপতি ছুঁয়ে দিলে
বেসামাল হয় পিয়াসী মন
সার্থক হয় নিশিযাপন।



২৪ জুলাই ২০০৮

ফেইসবুকে যোগ করুন