rss

জালছেঁড়া নদী

জালছেঁড়া নদী
আমার প্রথম কাব্যগ্রন্থ। প্রকাশকাল: ফেব্রুয়ারি, ২০০৯। প্রকাশক: ভাষাচিত্র, ৩য় তলা, আজিজ সুপার মার্কেট, ঢাকা।

প্রান্তজন

প্রান্তজন
শহীদুল ইসলাম মুকুল

মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০০৭

নোয়াখালী পৌর এলাকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা



► জনাব আবদুল মালেক উকিল
► জনাব সহিদ উদ্দিন ইস্কেন্দার
► জনাব মাহমুদুর রহমান বেলায়েত
► জনাব অহিদুর রহমান অদু (শহীদ)
► জনাব অধ্যাপক মোঃ হানিফ
► জনাব মমিন উল্যাহ এডভোকেট
► জনাব ফজলে এলাহি
► জনাব সাহাবুদ্দিন ইস্কেন্দার (শহীদ)
► জনাব রবিউল হোসেন কচি
► জনাব মোঃ বাচ্চু মিয়া (শহীদ)
► জনাব রফিক উল্যাহ
► জনাব আবদুর রব বাবু (শহীদ)
► জনাব মিজানুর রহমান
► জনাব সাইফুল আলম জাহাঙ্গীর
► জনাব মোশারফ হোসেন
► জনাব মোজাম্মেল হক মিলন
► জনাব সফিকুর রহমান
► জনাব আবদুল গোফরান (শহীদ)
► জনাব জয়নাল আবেদীন
► জনাব আবদুর রব
► জনাব আজিজুর রহমান
► জনাব কামাল উদ্দিন আহম্মদ
► জনাব মোস্তাফিজুর রহমান লুতু
► জনাব কাজী সোলেমান
► জনাব লুৎফুর রহমান
► জনাব ফজলুল কবির
► জনাব মমতাজুল করিম বাচ্চু
► জনাব মাহমুদুর রহমান
► জনাব কামাল উদ্দিন
► জনাব সামছুদ্দিন
► জনাব ইউছুফ আলী
► জনাব মোফাজ্জল হোসেন চুন্নু
► জনাব মোস্তফা কামাল
► জনাব আবুল খায়ের
► জনাব আবদুল মালেক
► জনাব জবিউল হোসেন বাহার
► শ্রী প্রণব ভট্ট
► শ্রী পরিমল চন্দ্র পল্টু
► শ্রী জীবন দাস
► শ্রী নিত্য গোপাল দেবনান্দ্র
► জনাব মোঃ হানিফ
► জনাব সেলিম মোঃ মোহসিন আলী
► জনাব সেকান্দর মিয়া
► জনাব আবদুল খালেক
► জনাব ফরিদ মিয়া
► জনাব মোঃ মমিন উল্যা
► জনাব সফি উদ্দিন চুন্নু
► জনাব আবদুল হাই
► জনাব ইঞ্জিঃ আবদুল গোফরান
► জনাব সারওয়ার-ই-দ্বীন এডভোকেট
► জনাব মোস্তফা কামাল
► জনাব আবুল কাশেম
► জনাব আবুল কালাম আজাদ
► জনাব আজিজুর রহমান ইকবাল
► জনাব আইয়ুব আলী
► জনাব রেজাউল করিম বাহাদুর
► জনাব এমরান মোঃ আলী
► জনাব আতিকুর রহমান (নৌ)
► জনাব আবদুর রাজ্জাক (নৌ)
► জনাব আবদুল ওদুদ
► জনাব গোলাম মহিউদ্দিন লাতু
► জনাব গোলাম রাব্বানি
► জনাব মোজাম্মেল হক মঞ্জু
► জনাব তাজুল ইসলাম
► জনাব মোঃ সেলিম
► জনাব খোন্দকার আবদুল আজিজ
► জনাব নূর আলম
► জনাব রফিকুল ইসলাম
► জনাব আবদুল জলিল
► জনাব এ.বি.এস ফজলুল হক বাদল
► জনাব মাইনুদ্দিন জাহাঙ্গীর
► জনাব মজিবুল হক
► জনাব আবদুল মান্নান
► জনাব মোজাম্মেল হক মঞ্জু
► জনাব সাকিল মোঃ পারভেজ
► জনাব রশিদ উদ্দিন শাহনাজ
► জনাব জসিম উদ্দিন (শহীদ)
► জনাব মেসবাহ উদ্দিন (শহীদ)
► জনাব রুহুল আমিন
► জনাব সিরাজ উদ্দিন আহম্মদ
► জনাব সলিমউল্যা
► জনাব মোঃ ননী মিয়া
► জনাব লুৎফর রহমান লুতু
► জনাব শাহ্‌আলম (শহীদ)
► শ্রী সত্য নারায়ন দাস (সেন্টু)
► জনাব ফজলুর রহমান
► জনাব আমিনুর রসুল
► জনাব নূর মোহাম্মদ
► জনাব গোলাম মোস্তফা
► জনাব আবদুল ওহাব
► জনাব মোজাম্মেল হোসেন (শহীদ)
► জনাব দুলাল মিয়া


*তথ্য সংগ্রহঃ কামালউদ্দিন- সদর থানা কমান্ডার

**সংকলনটি রবিউল হোসেন কচি সম্পাদিত নোয়াখালী পৌরসভা কর্তৃক প্রকাশিত গবেষণা ও তথ্যভিত্তিক স্মারকগ্রন্থ “নোয়াখালী” থেকে নেয়া হয়েছে। প্রকাশকালঃ ২ জুলাই ১৯৯৮

ফেইসবুকে যোগ করুন

সুখ খেলা করুক

তোমার পড়ার টেবিলে
লাগোয়া বারান্দায়
টবে লাগানো ফুলের সৌরভে
সুখ খেলা করুক।

তোমার স্নানঘরে
দামী সাবানের ফেনায়
নরম তোয়ালেতে
সুখ খেলা করুক।

তোমার রান্নাঘরে
গোছানো খাবার টেবিলে
দেশী বিদেশী সুগন্ধি মসলায়
সুখ খেলা করুক।

তোমার শোবার ঘরে
বালিশ তোষক কাঁথায়
রঙ করা নতুন দেয়ালে
সুখ খেলা করুক।

তোমার নীল চূড়িতে
চুলের ব্যান্ডে নেকলেসে
সাদা পাথরের কানের দুলে
সুখ খেলা করুক।

তোমার ফুল শয্যায়
কোমল আঘাত প্রতি-আঘাতে
আলোক সজ্জার আলো আঁধারীতে
সুখ খেলা করুক।

নিরাপদ গৃহে
কাজ শেষে ফেরা
গৃহস্বামীর প্রগাঢ় আলিঙ্গনে
সুখ খেলা করুক।

সুখ খেলা করুক।


২২ ডিসেম্বর, ২০০৭

ফেইসবুকে যোগ করুন

এই সময়ের শ্রেষ্ঠ কবিতা


আজ এই শীত সন্ধ্যার স্বরচিত কবিতা পাঠের আসরে
আমাকে আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা।
আজ সারাটা সকাল ভাবছিলাম
কোন লেখাটি পাঠ করবো?
অনেকবার চর্বিত চর্বন করা পুরোনো লেখাগুলো!
না কি নতুন কোন কবিতা লিখবো!
নতুন কবিতার বিষয় কি হবে!

অনেক অনেক দিন আগের চলে যাওয়া প্রেমিকাকে,
ফসিল মন এখনো যার শোকচিহ্ন বহন করে চলছে,
“শুধু মৃত্যুই আমাদের বিচ্ছিন্ন করতে পারে” এ পবিত্র চুক্তি পায়ে দলে
অবলিলায় যে চলে গিয়েছিলো
এখনো মাঝরাতে ঘুম ভেঙ্গে গেলে যার কথা মনে করে আমি হু হু করে কাঁদি,
যার কথা আলাদা করে আমার মনেই পড়ে না কখনো
সময় করে মনে পড়ার প্রয়োজনও হয় না – কারণ এক মূহুর্তের জন্যেও যাকে ভুলে থাকিনা,
আমার সেই শ্যামল প্রেমিকাকে নিয়ে নব নব পংক্তির মালা গাঁথবো?

কি নিয়ে লিখবো?
কি নিয়ে লিখবো?
একটি শ্রেষ্ঠ কবিতার বিষয় কি হতে পারে?
কোনটি হতে পারে এই সময়ের শ্রেষ্ঠ কবিতা?

উত্তুরে বাতাস কানে কানে বলে গেলো,
আজ ১৪ ডিসেম্বরের সন্ধ্যায়
পাকিস্তানি আর তাদের ঔরসজাত রাজাকারদের গণহত্যার শিকার
বাঙলা এবং বাঙালীর কাছে একটি পংক্তিই হতে পারে শ্রেষ্ঠ পংক্তি-
“যুদ্ধাপরাধীদের বিচার চাই”

চির আশাবাদী মন জানে
আজ বাঙলার প্রতিটি সবুজ ঘাসে অনুরিত পংক্তি-
“যুদ্ধাপরাধীদের বিচার চাই”
ধ্বনিত প্রতিধ্বনিত হতে হতে একদিন
কলমের শেষ রক্তিম আচঁড় সমাপ্ত করবে
রচনা করবে একটি শ্রেষ্ঠ কবিতা – “যুদ্ধাপরাধীদের বিচার”


ডিসেম্বর ১৪, ২০০৭

ফেইসবুকে যোগ করুন

জ্বরের ঘোরে প্রলাপ


আজ জ্বরতপ্ত ঠোঁটে
মেঘ হয়ে চুম্বন বৃষ্টি না ঝরালে
কি করে শীতল হবো বলো?


মুঠোবার্তা মুছে যায়
বাইনারি পিক্সেল ও,
চুম্বনের দাগ মুছে না!

ফেইসবুকে যোগ করুন

আজকাল অনেক কিছুই মনে থাকে না

আজকাল অনেক কিছুই মনে থাকে না
চেষ্টা করেও মনে করতে পারিনা জরুরী কথা।
বাজার করতে গেলে মনে থাকে না
বাসা থেকে বেরুবার সময় কি আনতে বলা হয়েছিলো,
চিনি আনতে বললে ভুল করে লবণ নিয়ে আসি
একদিন তো চাল আনতে গিয়ে কেরোসিনের চুলো নিয়ে এসেছিলাম!
অথচ নিরেট নির্বোধও জানে চাল আর চুলোর পার্থক্য!

জুতো পরতে গেলে ভুল করে স্যান্ডেল পরে ফেলি
ভুলে যাই কোথায় যাওয়ার কথা ছিলো
চলে যাই ভুল ঠিকানায়।

আজকাল অনেক কিছুই মনে রাখতে পারি না।
ময়লা কাপড়ের স্তুপ জমতে থাকে আলনায়
বারংবার মনে করেও প্রতিদিনই ধুতে ভুলে যাই।
অফিসের জরুরী কাজের কথা যেন না ভুলে যাই
তাই আগাম লিখে রাখি ডায়রির পাতায়
এবং যথারীতি ডায়রির পাতা উল্টাতে ভুলে যাই।

রাস্তায় পরিচিত মুখগুলো দেখলে সহজে চিনতে পারি না
ভান করে যাই চিনেছি খুব!
আন্তরিকতার ভান করে কথা চালিয়ে যাই
সাথে চলতে থাকে মনে করার চেষ্টা- “কার সাথে কথা বলছি!”
কখনো মনে পড়ে, কখনো পড়ে না;
অভিনয়ে কাটিয়ে দিই সময়।

মুঠোফোনে পরিচিত কন্ঠ ভুলে যাই,
নাম্বার সেভ না থাকলে স্বজন চিনতেও কষ্ট হয়।

আজকাল ভুলো মনে ভুল করছি নিয়মিত
শুধরাতে হবে মনোযোগী চেষ্টায়- এ পরামর্শটিও ভুলে যাই।

আজকাল অনেক কিছুই মনে থাকে না
চেষ্টা করেও মনে রাখতে পারি না কত কিছু!

অথচ শত চেষ্টা সত্ত্বেও শুধু তোমাকেই ভুলতে পারি না!


ডিসেম্বর ৮, ২০০৭

ফেইসবুকে যোগ করুন