rss

জালছেঁড়া নদী

জালছেঁড়া নদী
আমার প্রথম কাব্যগ্রন্থ। প্রকাশকাল: ফেব্রুয়ারি, ২০০৯। প্রকাশক: ভাষাচিত্র, ৩য় তলা, আজিজ সুপার মার্কেট, ঢাকা।

প্রান্তজন

প্রান্তজন
শহীদুল ইসলাম মুকুল

শুক্রবার, ১৭ আগস্ট, ২০০৭

আশা

স্বর্গের চূড়া হতে
স্বপ্ন উপত্যকা ছুঁয়ে
নেমে আসে অমৃতধারা;
মোহনায় মিশে তোমার সমুদ্রে।

বারবার ফিরে আসি তোমারই কাছে
যদি কিছু অমৃত পাওয়া যায়!

ফেইসবুকে যোগ করুন

ভয়

'চলো সমুদ্র দেখে আসি'
তুমি বললে- না, সমুদ্র আমার ভাল্লাগেনা।

প্রশ্ন করলাম, কেন?
বললে, কি বিশাল বিশাল সব ঢেউ আছড়ে পড়ে সারাক্ষণ
আমার ভয় করে, যদি ডুবে যাই!

বললাম, এতটুকুন সমুদ্রের মাঝে হারাবার ভয় তোমার!
আমার অতলে ডুব দিতে তোমার একটু ও ভয় করলোনা?

ফেইসবুকে যোগ করুন

তুমি ও আমার কবিতা

খুব ভোরে সূর্যদেবের ঘুম ভাঙার পূর্বে ঈশ্বরবন্দনা;
সারাটা সকাল রাবীন্দ্রিক ধ্যানে মগ্নতা
কিম্বা রক এন রোল
কিম্বা বাউলিয়ানা।

দুপুর জুড়ে নিউটন ডারউইন অথবা গণিতের অসীম রাশিতত্ত্বে হিমশিম কলেজে।
বিকেলে বন্ধুদের উত্তপ্ত আড্ডায় কখনো দর্শন
কখনো ডান আর বামের প্যাঁচাল
কখনো শেয়ার বাজার
কখনো বিটোভেনের সপ্তম সিম্ফোনী
কখনো পিকাসো ও দ্য ভিঞ্চি
কখনো কোন লুপ্ত সভ্যতার পোস্টমর্টেম
কখনোবা নারী প্রসঙ্গ।

সন্ধ্যা জুড়ে পারিবারিক আড্ডা এবং
জাগতিক সৌজন্য রক্ষায় ব্যস্ত সময়;
এরপরেই টেলিভিশন নয়তো বুকশেল্ফে ক্লান্ত চোখ মেলা

এবং রাত্রি জুড়ে শুধু তুমি ও আমার কবিতা
শুধু তুমি ও আমার কবিতা...

ফেইসবুকে যোগ করুন

বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০০৭

একটি কবিতা লিখবো বলে

একটি কবিতা লিখবো বলে তোমাকেই প্রয়োজন ছিলো। উপযুক্ত শব্দের খোঁজে তোমার পুষ্পিত ঠোঁটের খুব কাছ থেকে আমাকে ফিরে যেতে হয়েছে। তোমার নান্দনিক সৌন্দর্যের এক কনাও আমাকে ধার দাওনি। আমার তৃষিত কল্পনা তোমার অজানা বাঁক লক্ষ্য করে বার বার পাল তুলেছে। কিন্তু তোমার প্রতিকূলতার জোয়ারে একটি বারও তীরে পৌছুতে পারেনি। একটি কবিতার জন্য আমি আর কতকাল অপেক্ষা করবো? আমি আর কতকাল কবিতাহীন থাকবো, হে অবুঝ নারী?

ফেইসবুকে যোগ করুন

বুধবার, ১৫ আগস্ট, ২০০৭

মানুষ

আয়নায় নিজের চেহারার সাথে
পশুর চেহারার মিল খুঁজে পাই বলে
আমি আতংকিত নই।

আমি জানি, মানুষের ইতিহাস বলে
সে একদিন পশু ছিলো;

আমি সত্যিই আতংকগ্রস্থ হই
যখন দেখি আসল পশুরা
মানুষ সাজে!

ফেইসবুকে যোগ করুন

ব্যক্তিগত ডায়রি। ৭ আগস্ট ২০০৭

এক বছর পর আবার চন্দ্রিমা
ঘুরে ফিরে স্মৃতির কাছেই আসা
আজ বৃষ্টি নামেনি।

ফেইসবুকে যোগ করুন

বুধবার, ১ আগস্ট, ২০০৭

এখনো কি সময় হয়নি

ইদানিং রাত অনেক দীর্ঘ
চৈতন্যের গভীরে প্রেতায়িত অন্ধকার
তীব্র থেকে তীব্রতর...

একচক্ষু দানবের আস্ফালন
সূর্যোদয় হতে সূর্যাস্তের ভূমিতে ভূমিতে।

এই রাত কি কখনো ভোর হবে
পাশবিক চীৎকার ঢেকে যাবে পাখির কলতানে!
না কি যুগান্তরের শেষ সুর তোলার
প্রস্তুতি সম্পন্ন দেবদূতের!

কোথায় তুমি আলোকিত মানুষ,
এখনো কি সময় হয়নি?

ফেইসবুকে যোগ করুন